New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/21/ajay-devgn-shahid-afridi-2025-07-21-18-45-48.jpg)
Ajay Devgn-Shahid Afridi: শাহিদ আফ্রিদির সঙ্গে অজয় দেবগনের এই ছবি ঘিরেই চড়ছে বিতর্কের পারদ
India vs Pakistan WCL match: একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে বলিউড সুপারস্টার অজয় দেবগন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে আড্ডায় মশগুল। এই ছবি ঘিরেই তুমুল শোরগোল।
Ajay Devgn-Shahid Afridi: শাহিদ আফ্রিদির সঙ্গে অজয় দেবগনের এই ছবি ঘিরেই চড়ছে বিতর্কের পারদ
Ajay Devgn backlash over viral photo with Shahid Afridi: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ক্ষত শুকানোর আগেই ব্রিটেনে ভারত-পাক (India vs Pakistan) ক্রিকেট ম্যাচ আয়োজন ঘিরে বিরাট বিতর্ক দেখা দিয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) দ্বিতীয় সিজনে বার্মিংহ্যামে রবিবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে শিখর ধাওয়ান, হরভজন সিং-সহ বেশ কিছু ক্রিকেটার ম্যাচ খেলতে অস্বীকার করেন এবং নাম প্রত্যাহার করেন।
ব্যাপক বিতর্কের জেরে ম্যাচ বাতিল করতে হয় আয়োজকদের। এবার আরও একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে বলিউড সুপারস্টার অজয় দেবগন (Ajay Devgn) পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে আড্ডায় মশগুল। এই ছবি ঘিরেই তুমুল শোরগোল।
আরও পড়ুন এই বলিউড তারকাই 'মাস্টারমাইন্ড'! করাচ্ছিলেন ভারত-পাক ম্যাচ, বাধ্য হলেন ক্ষমা চাইতে
এই টুর্নামেন্টের অন্যতম কর্ণধার বলিউড তারকা অজয় দেবগন। ভারতীয়দের আবেগে আঘাত লাগার কারণে ভারত-পাক ম্যাচ বাতিল করে ক্ষমা চান আয়োজকরা। অনেকেই ক্রিকেটারদের পাশাপাশি অভিনেতা অজয় দেবগনেরও দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মধ্যেই আফ্রিদির সঙ্গে তাঁর হাসিঠাট্টার ছবি ক্ষোভের আগুন ঘি ঢেলেছে। এই শাহিদ আফ্রিদি-ই পহেলগাঁও কাণ্ডের পর ভারত-বিরোধী মন্তব্য করেন। একের পর এক আক্রমণ শানান ভারতীয় সেনার উদ্দেশ্য। যা নিয়ে শিখর ধাওয়ানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ শুরু হয় আফ্রিদির।
আরও পড়ুন এশিয়া কাপ নিয়ে এবার বড় খবর, ভারতে কি আদৌ আসবে পাকিস্তান?
Ajay Devgn did not meet Shahid Afridi after the Pahalgam attack; the image is from the World Championship of Legends held in 2024 in Birmingham. pic.twitter.com/nD8NMLIkHK
— Only Fact (@OnlyFactIndia) July 21, 2025
এবার একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদির সঙ্গে অজয় দেবগন হেসে হেসে কথা বলছেন। দুজনের মধ্যে হাসি-ঠাট্টার মুহূর্ত তৈরি হয়েছে। আর এই ছবিকে দাবি করা হয়েছে এবারের WCL টুর্নামেন্টের ছবি। তবে সত্যিটা হল, এই গত বছরের। ২০২৪ সালের WCL টুর্নামেন্টের ছবি এটি।
বিবৃতিতে দুঃখপ্রকাশ WCL করে জানিয়েছে, “পাকিস্তানের হকি দল ভারত সফরে আসছে এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ভলিবলের মতো খেলার আয়োজন হয়েছে বলেই আমরা মনে করেছিলাম, ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ আয়োজন করলে মানুষ কিছু আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করতে পারবে। কিন্তু বোঝা গেল এই সিদ্ধান্তে কিছু মানুষের আবেগে আঘাত লেগেছে। তাই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুঃখিত এবং আশা করি সবাই বুঝবেন যে আমাদের উদ্দেশ্য কেবল মানুষকে খুশি করা ছিল।”