New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/22/ind-vs-pak-2025-07-22-18-04-41.jpg)
IND vs PAK: ভারত-পাক ম্যাচ বাতিল হওয়ায় চড়ছে উত্তেজনার পারদ
WCL 2025 IND vs PAK: এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত ছিল, তাই তারা ভারতের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে রাজি নয়।
IND vs PAK: ভারত-পাক ম্যাচ বাতিল হওয়ায় চড়ছে উত্তেজনার পারদ
Pakistan refused to share points: ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025)-এ ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচটি শেষমেশ বাতিল হয়ে গেছে। কারণ, ভারতীয় দলের অধিনায়ক যুবরাজ সিং-সহ (Yuvraj Singh) একাধিক ক্রিকেটার এই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত ছিল, তাই তারা ভারতের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে রাজি নয়। ফলে এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব যুবরাজ সিংয়ের দলের উপর পড়তে পারে পরবর্তী ম্যাচগুলোতে।
ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছে এবং পাকিস্তান দল কোনও অবস্থাতেই পয়েন্টের ক্ষতি মেনে নিতে নারাজ। পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের মালিক কামিল খানের দাবি, "এই ম্যাচের জন্য আমাদের দুই পয়েন্ট দেওয়া উচিত। আমরা প্রস্তুত ছিলাম, নিয়ম অনুযায়ী এই পয়েন্ট আমাদের প্রাপ্য।"
আরও পড়ুন আফ্রিদির সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে অজয় দেবগন! ভাইরাল ছবিতে তুঙ্গে ক্ষোভ, দেশভক্তি নিয়ে উঠছে প্রশ্ন
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নিহত হন। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এ জঙ্গি ঘাঁটিগুলির উপর সামরিক অভিযান চালায়। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) ভারতীয় সেনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যার কড়া জবাব দেন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান। এরপর ধাওয়ান পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখেন, "দেশের চেয়ে বড় কিছু হয় না।"
Jo kadam 11 May ko liya, uspe aaj bhi waise hi khada hoon. Mera desh mere liye sab kuch hai, aur desh se badhkar kuch nahi hota.
— Shikhar Dhawan (@SDhawan25) July 19, 2025
Jai Hind! 🇮🇳 pic.twitter.com/gLCwEXcrnR
ধাওয়ান জানান, তিনি অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং WCL কর্তৃপক্ষকে তা জানিয়ে দিয়েছেন। “এই বক্তব্যের মাধ্যমে আমি পরিষ্কার করতে চাই, আমি পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচে অংশ নেব না। এই সিদ্ধান্ত ১১ মে, ২০২৫ তারিখে আমাদের কল ও হোয়াটসঅ্যাপ কথোপকথনের সময়ই জানানো হয়েছিল।”
আরও পড়ুন 'পচা ডিমটাই যত নষ্টের গোড়া!', ভারত-পাক ম্যাচ বাতিল হতেই কাকে নিশানা আফ্রিদির?
Dear all , pic.twitter.com/ViIlA3ZrLl
— World Championship Of Legends (@WclLeague) July 19, 2025
যদি ভারত ও পাকিস্তান উভয় দলই WCL-এ সেমিফাইনালে পৌঁছে যায়, তাহলে দুই দলের মধ্যে ম্যাচ যাতে না হয়, সেই অনুযায়ীই শিডিউল সাজানো হবে। পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মালিক কামিল খান জিও নিউজকে জানিয়েছেন, “সেমিফাইনাল ও ফাইনালের জন্য আমরা চাইছি এমন ফরম্যাট, যাতে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি না হয়।”