AB de Villiers: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ টুর্নামেন্টের (WCL 2025) আসর বর্তমানে ইংল্যান্ডে বসেছে। গত রাতে (২২ জুলাই) ইন্ডিয়া চ্য়াম্পিয়ন্স বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের (India-vs-South-Africa) ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে পরাজয় স্বীকার করতে হয়েছে।
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক এবি ডি'ভিলিয়ার্স ব্যাটিংয়ের পর পাশাপাশি অভাবনীয় ফিল্ডিংয়ের 'নজরানা' পেশ করলেন। বয়স ৪১ বছর হলেও বাউন্ডারি লাইনে এবি এমন ফিল্ডিং করলেন, যা দেখার পর গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। এই দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের ধ্বংস করে এবি ডিভিলিয়ার্সের আগুনে ইনিংস! ৮৮ রানে বিধ্বস্ত যুবরাজের দল
এবি ডিভিলিয়ার্সের ফিল্ডিং দেখে হতবাক সকলেই
ইমরান তাহিরের ওভারে ইউসুফ পাঠান একটি বড় শট খেলতে যান। দেখে মনে হচ্ছিল যে বলটা চোখ বন্ধ করে বাউন্ডারির বাইরে চলে যাবে। কিন্তু, বাউন্ডারির এপার এবং ওপারের মধ্যে কার্যত দেওয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন এবি ডি'ভিলিয়ার্স।
WCL 2025: আফ্রিদির সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে অজয় দেবগন! ভাইরাল ছবিতে তুঙ্গে ক্ষোভ, দেশভক্তি নিয়ে উঠছে প্রশ্ন
বাউন্ডারি লাইনে উড়ন্ত বাজপাখির মতো ডাইভ দেন তিনি। তবে শেষপর্যন্ত বুঝতে পারেন যে শরীরের ভারসাম্য রাখতে পারবেন না। স্পর্শ করে ফেলবেন সীমানা। সেকারণে বলটা মাটিতে স্পর্শ করার আগেই তিনি সতীর্থ ক্রিকেটারকে লক্ষ্য করে তা ছুঁড়ে দেন। শেষপর্যন্ত প্যাভিলিয়নে ফিরতে হয় ইউসুফ পাঠানকে। ৪১ বছর বয়সেও যে কোনও ক্রিকেটার এমন ফিল্ডিং করতে পারেন, সেটা দেখেই স্টেডিয়ামে উপস্থিত সকলে অবাক হয়ে যান। এবার এই ভিডিওটি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
ব্যাট হাতে চালালেন তাণ্ডবলীলা
ইতিপূর্বে এবি ডিভিলিয়ার্স ব্যাট হাতেও নজরকাড়া পারফরম্য়ান্স করেন। একটা ঝকঝকে হাফসেঞ্চুরি দলকে উপহার দেন এই প্রোটিয়া ব্যাটার। এই ম্য়াচে কার্যত ব্যাটিং তাণ্ডব চালালেন এবি। মাত্র ৩০ বলে অপরাজিত ৬৩ রানের একটি ইনিংস খেলেন। এই ইনিংসটা তিনি ৪ ছক্কা এবং ৩ বাউন্ডারি দিয়ে সুন্দরভাবে সাজালেন। আর এমন ব্যাটিংয়ের পর সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করে।
এরপর ২০৯ রানের টার্গেট তাড়া করতে নামে টিম ইন্ডিয়া। কিন্তু, ১৮.২ ওভারে তারা ১১১ রানই শেষপর্যন্ত করতে পারে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের হয়ে সর্বাধিক রান করলেন স্টুয়ার্ট বিনি। তিনি ৩৭ রান করলেও ভারতের জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না। এই ম্য়াচে ব্যাট করতে নামলেন না ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের অধিনায়ক যুবরাজ সিং।