/indian-express-bangla/media/media_files/2025/09/22/abhishek-sharma-vs-haris-rauf-2025-09-22-00-46-44.jpg)
অভিষেক শর্মা এবং হ্যারিস রউফ
Abhishek Sharma: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর রাউন্ডে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ধামাকাদার জয়লাভ করে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। জয়ের জন্য টিম ইন্ডিয়ার সামনে ১৭২ রানের দরকার ছিল। অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ভারত ৭ বল বাকি থাকতেই জয়লাভ করে। ৩৯ বলে ৭৪ রান করে খোদ অভিষেক। সেকারণে তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
হ্যারিস রউফের সঙ্গে ঝামেলা অভিষেক শর্মার
এই ম্য়াচে ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা। শুরু থেকেই তিনি বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে হাঁকান বিশাল একটা ছক্কা। এরপর পাকিস্তানের কোনও বোলারকেই তিনি আর রেয়াত করেননি। তাঁর ব্যাট থেকে কার্যত রানের বন্যা বইছিল। ভারতের বিরুদ্ধে পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন হ্যারিস রউফ। ওভারের শেষ বলে শুভমান গিল পুল শটে বাউন্ডারি হাঁকান। এই বলটা ধরার কোনও সুযোগই পাননি পাকিস্তানের ফিল্ডাররা।
Abhishek Sharma Catch Miss: একের পর এক ক্যাচ মিস, ক্ষমার অযোগ্য ভুল করলেন অভিষেক শর্মা?
এরপর ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মাকে কিছু একটা বলেন হ্যারিস রউফ। এরপর তিনি রীতিমতো চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। এরপর অভিষেক শর্মা হাত দিয়ে ইশারা করে তাঁকে চলে যেতে বলেন। দুজনের মধ্যে যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন শুভমান গিল। এমন সময় অভিষেক এবং রউফের মধ্যে ঝামেলা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এমন সময় দৌড়ে আসেন আম্পায়াররা। হ্যারিস রউফকে ধাক্কা দিয়ে দুরে সরিয়ে দেন। গোটা স্টেডিয়াম জুড়ে সমর্থকরাও চিৎকার করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, হ্যারিসের এই আচরণের জন্য অভিষেক তাঁকে গালাগালি দিচ্ছেন।
দেখুন ভিডিও:
THE MOMENT HARIS RAUF GOT RATTLED...!!!!
— Rahul Jyotish (@RahulJyotish3) September 21, 2025
- Abhishek Sharma 🥶🔥#INDvPAKpic.twitter.com/y6YVkufuaa
বিধ্বংসী মুডে ছিলেন অভিষেক শর্মা
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মাকে একটা আলাদাই মেজাজে দেখতে পাওয়া যায়। পাকিস্তানি বোলারদের তিনি কার্যত দুরমুশ করলেন। এই ম্য়াচে তিনি ৩৯ বলে ৭৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর এই ইনিংসে ৬ চার এবং ৫ ছক্কা রয়েছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকালেন। মাত্র ২৪ বলে তাঁর ব্যাট থেকে অর্ধশতরান বেরিয়ে আসে। অন্যদিকে, শুভমান গিলও তাঁকে যোগ্য সঙ্গত দেন। এই ম্য়াচে গিল ২৮ বলে ৪৭ রান করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us