/indian-express-bangla/media/media_files/2025/09/21/abhishek-sharma-half-century-2025-09-21-23-42-46.jpg)
ব্যাটিং তাণ্ডবের মুডে অভিষেক শর্মা
India vs Pakistan: গত ম্য়াচে ওমানের বিরুদ্ধে ভারতের (Indian Cricket Team) খেলা দেখে যাঁরা বিচার করতে শুরু করেছিলেন, রবিবার (২১ সেপ্টেম্বর) তাঁরা কোথায় মুখ লুকোবেন, সেটা অবশ্যই জানা দরকার। সামনে পাকিস্তান থাকলে ভারত বরাবরই জ্বলে ওঠে। সেটা অপারেশন সিন্দুর হোক, কিংবা ক্রিকেট ময়দান। এখন প্রত্যেকের মুখে একটাই কথা, 'এভাবে কেউ খেলে নাকি?' ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে পাকিস্তানের চামড়া গুটিয়ে কার্যত ডুগডুগি বাজাল টিম ইন্ডিয়া। ৬ উইকেটে ধামাকাদার জয়লাভ করল টিম ইন্ডিয়া।
Abhishek Sharma Catch Miss: একের পর এক ক্যাচ মিস, ক্ষমার অযোগ্য ভুল করলেন অভিষেক শর্মা?
শতরানের ওপেনিং পার্টনারশিপ
জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। টিম ইন্ডিয়ার এই দুই 'সৈনিক' পাকিস্তানি বোলারদের ধরে ধরে থেঁতো করতে থাকেন। মাত্র ৫২ বলে অভিষেক এবং শুভমানের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মাত্র ২৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা। শেষপর্যন্ত ৩৯ বলে ৭৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। তাঁর এই ইনিংসে ৬ চার এবং ৫ ছক্কা রয়েছে। অন্যদিকে, শুভমান গিল মাত্র ২৮ বলে ৪৭ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। তাঁর ব্যাট থেকে ৮ ঝকঝকে বাউন্ডারি বেরিয়ে আসে। প্রথম উইকেটে টিম ইন্ডিয়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তোলে।
Fakhar Zaman Out Controversy: আউট হতেই কাঁদুনি শুরু পাকিস্তানের, উঠল 'আম্পায়ার চুর' রবও! রইল ভিডিও
রানের খাতা খুলতে পারলেন না সূর্যকুমার
এই ম্য়াচে রানের খাতা খুলতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ওমানের বিরুদ্ধে তিনি ব্যাট করতে নামেননি। বাকিদের ব্যাট করার সুযোগ দিয়েছিলেন তিনি। রবিবার সূর্য আউট হওয়ার পর কেউ কেউ বলছেন, হয়ত গত ম্য়াচে ব্যাটিং অনুশীলন করলে ভালো করতেন। কিন্তু, যা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই! এরপর আরও একটা পার্টনারশিপ গড়ে ওঠে। তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে। সংক্ষিপ্ত হলেও, সেটা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, তা বলা যেতেই পারে। ১৭ বলে ১৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তখন অবশ্য ভারতের জয়ের জন্য ২০ বলে ২৪ রান দরকার।
Fakhar Zaman Out Controversy: আউট হতেই কাঁদুনি শুরু পাকিস্তানের, উঠল 'আম্পায়ার চুর' রবও! রইল ভিডিও
শেষ করলেন তিলক বর্মা
গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে শেষ করেছিলেন সূর্যকুমার যাদব। তবে সুপার ফোর রাউন্ডে সেই দায়িত্বটা পালন করলেন তিলক বর্মা। শেষপর্যন্ত তিনি ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। তার থেকেও বড় কথা শাহিন শাহ আফ্রিদির মতো একজন পেস বোলারকে পরপর দুটো বলে যথাক্রমে ছয় এবং চার মেরে ম্য়াচটা শেষ করেন। এরথেকে বেশি আত্মবিশ্বাস আর কীই বা হতে পারে। পাকিস্তানি বোলাররা নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দেওয়ার চেষ্টা করেন। মন্দের ভাল পারফরম্য়ান্স করলেন হ্য়ারিস রউফ। তিনি ২ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন আবরার আহমেদ এবং ফাহিম আশরফ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us