Abhishek Sharma Catch Miss: একের পর এক ক্যাচ মিস, ক্ষমার অযোগ্য ভুল করলেন অভিষেক শর্মা?

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (17)

অভিষেক ক্যাচ মিস করার পর হাফসেঞ্চুরি করলেন সাহিবজাদা

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইতিপূর্বে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছিল। জয়ের ধারা অব্যাহত রাখতে রবিবার (২১ সেপ্টেম্বর) ফের ময়দানে নেমেছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে।

Advertisment

Fakhar Zaman Out Controversy: আউট হতেই কাঁদুনি শুরু পাকিস্তানের, উঠল 'আম্পায়ার চুর' রবও! রইল ভিডিও

এই ম্য়াচে পাকিস্তানের হয়ে আলাদা করে নজর কাড়লেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। মাত্র ৩৪ বলে তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। শেষপর্যন্ত তিনি ৪৪ বলে ৫৮ রান করেন। শিবম দুবে তাঁর উইকেট শিকার করেন। সত্যি কথা বলতে কী, সাহিবজাদার এমন বিধ্বংসী ইনিংস খেলার কোনও কথাই ছিল না। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়া তাঁর ফিরে যাওয়ার টিকিট প্রায় কেটেই ফেলেছিলেন। যদি না তৃতীয় বলে অভিষেক শর্মা (Abhishek Sharma) তাঁর ক্যাচ মিস করতেন। 

Advertisment

IND vs PAK Playing XI: পাকিস্তানের বিরুদ্ধে কেমন হল ভারতের প্রথম একাদশ? বাদ পড়লেন তারকা ক্রিকেটার

তখনও রানের খাতা খুলতে পারেননি সাহিবজাদা। ডিপ থার্ডে দাঁড়িয়ে ছিলেন অভিষেক। সেখান থেকে তিনি ডানদিকে দৌড়ে আসেন। কিন্তু, কিছুটা হলেও তিনি দেরি করে ফেলেন। অবশেষে বলের কাছে পৌঁছতে না পেরে তিনি সামনের দিকে ঝাঁপ দেন। বলটা তাঁর হাতে লাগলেও, শেষপর্যন্ত তা ফসকে যায়। এমন সহজ ক্যাচ মিস হওয়ার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা হ-হুতাশ করতে থাকেন।

India vs Pakistan Asia Cup 2025 Weather Update: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি! ভেস্তে যাবে ভারত-পাকিস্তান লড়াই?

দ্বিতীয়বার সাহিবজাদার ক্যাচ মিস

এখানেই শেষ নয়। আরও একবার সাহিবজাদার ক্যাচ ধরার সুযোগ এসেছিল অভিষেকের কাছে। তবে এবারের সুযোগটা তুলনামূলক অনেকটাই কঠিন ছিল। অষ্টম ওভারের তৃতীয় বলে বড় শট হাঁকাতে যান সাহিবজাদা। এমন সময় লং-অন বাউন্ডারিতে দাঁড়িয়ে ছিলেন অভিষেক। এবারও তিনি কিছুটা ডানদিকে যান। দৌড়তে দৌড়তেই হাওয়ায় হাতটা ছুড়ে দেন তিনি। এবার সুযোগটা বেশ কঠিন ছিল। তবে বলটা তাঁর হাতে লেগে বাউন্ডারির বাইরে বেরিয়ে যায়। সেইসঙ্গে একটা ছক্কা যুক্ত হয় ফারহানের ঝুলিতে।

India vs Pakistan Asia Cup 2025 Super 4 Live Streaming: বাম্পার অফার,মাত্র ৪৯ টাকায় দেখুন ভারত-পাকিস্তান ম্যাচ! করতে হবে এই ছোট্ট কাজ

সহজ ক্যাচ মিস করলেন কুলদীপও

একা অভিষেককে দোষ দিয়ে লাভ নেই। এই ম্যাচে একটি ক্যাচ মিস করলেন কুলদীপ যাদবও। তবে সেটা সাইম আইয়ুবের। পরপর তিনটে ম্য়াচে শূন্য রানে আউট হওয়ার পর অবশেষে সুপার ফোর রাউন্ডে কিছুটা হলেও রান (১৭ বলে ২১ রান) করলেন তিনি। তবে এই ম্য়াচেও সাইম মাত্র ৪ রানে আউট হতে পারতেন। পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন বরুণ চক্রবর্তী। ফাইন লেগে দাঁড়িয়েছিলেন কুলদীপ যাদব। ওভারের চতুর্থ ডেলিভারিতে আইয়ুব সুইপ করতে যান। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানায় লাগে। কয়েক পা পিছিয়েও গিয়েছিলেন কুলদীপ। বলের একেবারে নীচেই দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত ক্যাচটা তাঁর হাত ফসকে যায়।

Sahibzada Farhan Abhishek Sharma Indian Cricket Team Asia Cup 2025 India vs Pakistan