Abhishek Singh Tekcham joins Mohun Bagan Super Giant: ডুরান্ড কাপে (Durand Cup 2025) নামার আগেই সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর। অবশেষে মোহনবাগানে (Mohun Bagan) সই করলেন অভিষেক সিং টেকচাম (Abhishek Tekcham Singh)। পাঞ্জাব এফসি-র এই ফুটবলারকে নিয়ে জল্পনার অবসান হল। তাঁকে নিয়ে গত মাসখানেক মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইমামি ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে কম দড়ি টানাটানি হয়নি। তবে শেষপর্যন্ত মোহনবাগানকেই বেছে নিয়েছেন পাহাড়ি ফুটবলার। ভারতীয় ফুটবল দলের উদীয়মান তারকা অভিষেক চার বছরের জন্য মোহনবাগানে চুক্তি সই করেছেন।
দুদিন আগেই কলকাতায় আচমকা চলে আসেন অভিষেক। বিমানবন্দরে তাঁর ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে জল্পনা ছড়ায়। তিনি যে মোহনবাগানে যোগ দিচ্ছেন এই খবর আগে থেকেই ঘুরছিল ময়দানে। আচমকা তিনি কলকাতায় চলে আসায় মোহনবাগানের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার সব সাসপেন্স ভাঙল সবুজ-মেরুন শিবির। ঘোষণা করা হল অভিষেকের নাম। পাঞ্জাব এফসি থেকে আসা অভিষেক এবার অফিসিয়ালি সবুজ-মেরুনের।
আরও পড়ুন কলকাতায় তো চলে এলেন অভিষেক, ডুরান্ডেই নামবেন সবুজ-মেরুন জার্সিতে?
আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়ার পর রাইট ব্যাকে কাকে খেলানো হবে তা নিয়ে চিন্তায় ছিল মোহনবাগান। কোচ হোসে মোলিনার কাছে লেফট ব্যাকে শুভাশিস বোসের মতো সেরা অস্ত্র থাকলেও রাইট ব্যাকে খেলার মতো ভাল মানের ফুটবলারের খোঁজ চলছিল। এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে নেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সেখানেও সমস্যা হচ্ছিল। অতঃপর অভিষেককে টার্গেট করে সবুজ-মেরুন ব্রিগেড। অভিষেককে ছাড়তে অবিশ্বাস্য দর হেঁকেছিল পাঞ্জাব এফসি। তাঁকে নেওয়ার দৌড়ে ছিল ইস্টবেঙ্গলও। তবে টাকার অঙ্ক শুনে পিছিয়ে যায় লাল-হলুদ শিবির।
জানা গিয়েছে, দুদিন আগে শহরে চলে আসার পর মেডিক্যাল পরীক্ষা হয় অভিষেকের। সেই পরীক্ষায় পাশ করার পরই মোহনবাগান তাঁকে সই করাল। লেফট এবং রাইট ব্যাক দুই পজিশনেই সমান স্বচ্ছন্দ্য অভিষেক। শোনা যাচ্ছে, আজ, বৃহস্পতিবার বিকেলেই ডুরান্ড কাপের প্রস্তুতির জন্য মোহনবাগানের প্র্যাকটিসে নেমে পড়বেন অভিষেক। প্র্যাকটিসে যোগ দেবেন অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিংরা।
আরও পড়ুন বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের
মোহনবাগানে যোগ দিয়ে অভিষেক বলেছেন, 'আমার কাছে অনেক নামী ক্লাবের অফার ছিল। কিন্তু আমি মোহনবাগানকেই বেছে নিয়েছি। কারণ মোহনবাগানকে দেশের অন্যতম সেরা ক্লাব হিসাবে আমি মনে করি। এই ক্লাবে খেললে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায়, স্বপ্ন ছোঁয়া যায়। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মোহনবাগান দল বানায়। তাই এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ খুশি এবং আমার ইচ্ছা সবু-মেরুন জার্সি পরে ট্রফি জেতার।'