Mohun Bagan Super Giant: কলকাতায় তো চলে এলেন অভিষেক, ডুরান্ডেই নামবেন সবুজ-মেরুন জার্সিতে?

Abhishek Tekcham Mohun Bagan: মঙ্গলবার বিকেলে কলকাতায় পা রেখেছেন বাগানের বর্তমান 'হার্টথ্রব' অভিষেক টেকচাম সিং। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Abhishek Tekcham Mohun Bagan: মঙ্গলবার বিকেলে কলকাতায় পা রেখেছেন বাগানের বর্তমান 'হার্টথ্রব' অভিষেক টেকচাম সিং। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Abhishek Tekcham Singh (1)

অভিষেক টেকচাম সিংকে নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে

Mohun Bagan Super Giant: বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৫ ডুরান্ড কাপ (Durand Cup 2025) প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট কেমন দল মাঠে নামাবে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। শোনা গিয়েছে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোহনবাগানের রিজার্ভ দলই নাকি লড়াই করবে। এরপর যদি তারা কোয়ার্টার ফাইনালে ওঠে, তখন সিনিয়র দল নামানো হবে। ইতিমধ্যে মঙ্গলবার বিকেলে কলকাতায় পা রেখেছেন বাগানের বর্তমান 'হার্টথ্রব' অভিষেক টেকচাম সিং (Abhishek Tekcham Singh)। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

এই পরিস্থিতিতে সমর্থকদের মনে আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ডুরান্ড কাপের গ্রুপ পর্বেই অভিষেক খেলতে নামবে। কারণ, মোহনবাগানের প্রথম ম্য়াচের আগে এখনও বেশ কিছুটা সময় হাতে রয়েছে। আগামী ৩১ জুলাই মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্স ব্রিগেড। আর অভিষেক বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে ম্য়াচ ফিটনেস তাঁর বেশ ভালই রয়েছে। তবে মহমেডান ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের

Advertisment

বাগানের সঙ্গে ৩ বছরের চুক্তি অভিষেকের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২১ জুন মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে অভিষেকের ৩ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের জন্য পঞ্জাব এফসি-কে প্রায় ২ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে সবুজ-মেরুন বাহিনী। অভিষেককে সই করানোর রাস্তাটা মোহনবাগানের সামনে একেবারেই সহজ ছিল না। কারণ প্রতিদ্বন্দ্বীদের তালিকায় ছিল ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়া। দুটো দলই ট্রান্সফার ফি'র কারণে শেষপর্যন্ত লড়াই থেকে নাম প্রত্যাহার করেছিল। ইস্টবেঙ্গল শেষপর্যন্ত অভিষেকের পরিবর্তে জয় গুপ্তাকে সই করিয়েছে। যদিও এবারের ডুরান্ডে লাল-হলুদ জার্সিতে খেলতে পারবেন না। অভিষেক মোহনবাগানের জার্সি গায়ে খেলতে নামেন কি না, এখন সেটাই দেখার।

Mohun Bagan Super Giant: বাগানের তারকা ফুটবলারকে নিয়ে বড় খবর, মাথায় বাজ পড়ল সবুজ-মেরুন সমর্থকদের

উল্লেখ্য, ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে অভিষেক পঞ্জাব এফসি-র ফুল-ব্যাক হিসেবে ২২ ম্য়াচ খেলতে নেমেছিলেন। তিনি মোট আটটি গোলের সুযোগ তৈরি করেন। পাশাপাশি দুটো উইংয়ে তাঁর পারফরম্য়ান্স যথেষ্ট নজরকাড়া ছিল। পাশাপাশি দূর্ভেদ্য রক্ষণেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ইতিমধ্যে ৮৬ ডুয়েলে এবং আটটি এরিয়াল ব্যাটলে জয়লাভ করেন তিনি। আর এহেন পারফরম্য়ান্সের কারণেই মানোলো মার্কোয়েজ তাঁকে জাতীয় ফুটবল দলে ডেকে নেন।

Mohun Bagan vs East Bengal: ডার্বিতে মাত্র ১০ হাজার দর্শক? IFA-কে ধুয়ে দিলেন বাংলার তারকা ফুটবলার

চলতি বছর মার্চ মাসে মালদ্বীপের বিরুদ্ধে জাতীয় ফুটবল দলে ডেবিউ করেন অভিষেক টেকচাম সিম। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে জয়লাভ করে। ভারতের ক্লিন-শিট বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন অভিষেক। জুন আন্তর্জাতিক উইন্ডোয় মোট ২ ম্য়াচ ভারতীয় ফুটবল দলের জার্সিতে খেলেছিলেন তিনি।

Mohun Bagan Super Giant Abhishek Tekcham Singh Durand Cup 2025