Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের

Mohun Bagan Durand Cup 2025: ৩১ জুলাই মহামেডানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের বিদেশিরা না থাকলেও, সিনিয়র ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামবেন বলেই সম্ভাবনা। সেই স্কোয়াডে জায়গা পেতে পারেন রিজার্ভ টিমের কয়েকজন ফুটবলারও।

Mohun Bagan Durand Cup 2025: ৩১ জুলাই মহামেডানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের বিদেশিরা না থাকলেও, সিনিয়র ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামবেন বলেই সম্ভাবনা। সেই স্কোয়াডে জায়গা পেতে পারেন রিজার্ভ টিমের কয়েকজন ফুটবলারও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant (1)

Mohun Bagan Super Giant: মোহনবাগান সূত্রে খবর, ৫ অগস্টের মধ্যে সব বিদেশি ফুটবলার দলে যোগ দেবেন

Mohun Bagan Super Giant News: ডুরান্ড কাপের (Durand Cup 2025) এবারের আসর শুরু হতে চলেছে জমজমাটভাবে, আর তার মধ্যেই কলকাতার দুই প্রধানকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বুধবার, ২৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজের শিষ্যরা শুরু থেকেই পূর্ণ শক্তিতে মাঠে নামতে প্রস্তুত।

Advertisment

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এখনও পর্যন্ত মাঠে নেমে প্রস্তুতি শুরুই করেনি। ডুরান্ডে তাদের প্রথম ম্যাচ ৩১ জুলাই মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। তবে, সিনিয়র টিমের অনুশীলন এখনও শুরু হয়নি। বর্তমানে ক্লাবের রিজার্ভ দল কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন করছে, যদিও সেটি মূলত কলকাতা লিগের কথা মাথায় রেখেই।

আরও পড়ুন বাগানের তারকা ফুটবলারকে নিয়ে বড় খবর, মাথায় বাজ পড়ল সবুজ-মেরুন সমর্থকদের

Advertisment

কবে শুরু সিনিয়র টিমের অনুশীলন?

মোহনবাগান (Mohun Bagan) শিবির সূত্রে খবর, মঙ্গলবার (২৩ জুলাই) সিনিয়র দল কবে থেকে অনুশীলন শুরু করবে, তা নির্ধারিত হয়ে যাবে। ২৫ বা ২৬ জুলাইয়ের মধ্যে শহরে এসে পৌঁছবেন বিশাল কায়েথ, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ প্রমুখ। প্রাথমিকভাবে সহকারী কোচ বাস্তব রায়ের নেতৃত্বেই সিনিয়র টিম নামতে পারে গ্রুপ লিগের প্রথম ম্যাচে।

৩১ জুলাই মহামেডানের বিরুদ্ধে সেই ম্যাচে দলের বিদেশিরা না থাকলেও, সিনিয়র ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামবেন বলেই সম্ভাবনা। সেই স্কোয়াডে জায়গা পেতে পারেন রিজার্ভ টিমের কয়েকজন ফুটবলারও। হোসে মোলিনা (Jose Molina) ২ বা ৩ আগস্টের মধ্যে দায়িত্বে আসবেন এবং তখন থেকে হেড কোচ হিসেবে অনুশীলনে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন ডুরান্ডে আদৌ হবে কলকাতা ডার্বি? মোহন-ইস্টের লড়াই নিয়ে বিস্তর ধোঁয়াশা

বিদেশিরা কবে দলে যোগ দেবেন?

মোহনবাগান সূত্রে খবর, ৫ অগস্টের মধ্যে সব বিদেশি ফুটবলার দলে যোগ দেবেন। কিন্তু ৪ অগস্ট বিএসএফের বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচেও বিদেশিদের মাঠে দেখা যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ মহামেডান ও বিএসএফ এই দুটি দলের স্কোয়াডেই কোনও বিদেশি খেলোয়াড় নেই। ফলে সমতুল্য শক্তির কথা ভেবে এই ম্যাচগুলোতে নিজেদের বিদেশিদের বিশ্রাম দেবে সবুজ-মেরুন শিবির।

তবে ৯ অগস্ট ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নামাবে মোহনবাগান। সেই ম্যাচ থেকেই বেঞ্চে বসতে পারেন কোচ হোসে মোলিনাও। একাধিক বিদেশি ফুটবালারকে সেদিন মাঠে নামাতে পারে ক্লাব।

শেষ আটে উঠবে মোহনবাগান?

চলতি ডুরান্ড কাপের ফর্ম্যাট অনুযায়ী, ছয়টি গ্রুপের শীর্ষ দলগুলির পাশাপাশি সেরা দুই রানার্স-আপও কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে। সেই হিসেবে মোহনবাগানের পক্ষে শেষ আটে ওঠা কঠিন হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

যদিও কলকাতা লিগকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না গোষ্ঠ পাল সরণির ক্লাব, ডুরান্ড কাপকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। কারণ, এখানকার পারফরম্যান্সই আগামী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রস্তুতির নির্ধারক হতে পারে। আগামী ১৫ অগস্ট কুয়ালালামপুরে এই মহাদেশীয় টুর্নামেন্টের সূচি ঘোষণা হবে।

ট্রেনিং না হলেও চলছে প্রস্তুতি

যদিও মাঠে এখনও অনুশীলন শুরু হয়নি, তবে জানা গিয়েছে যে, প্রত্যেক ফুটবলারই দলের বিদেশি ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং করছেন। ফলে দেরিতে ট্রেনিং শুরু হলেও, ম্যাচ ফিটনেসে তেমন সমস্যা হওয়ার কথা নয়।

ডুরান্ড কাপের মঞ্চে তাই ইস্টবেঙ্গলের ফুরফুরে শুরু আর মোহনবাগানের ধীর কিন্তু পরিকল্পিত প্রস্তুতির মধ্যে দিয়ে জমে উঠছে কলকাতা ফুটবলের লড়াই।

Mohun Bagan Jose Molina Mohun Bagan Super Giant Durand Cup 2025