/indian-express-bangla/media/media_files/2025/10/18/afghanistan-pakistan-war-news-2025-10-18-14-39-24.jpg)
'চরম সিদ্ধান্ত' আফগানিস্তান ক্রিকেট বোর্ডের
আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। দুই দলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পাকিস্তানের বায়ুসেনা আফগানিস্তানের পক্তিকা প্রান্তের উরগুন জেলায় এয়ার স্ট্রাইক চালায়। এই ঘটনায় ৩ আফগান ক্রিকেটার সহ মোট ৮ নাগরিক প্রাণ হারিয়েছেন। এই হামলার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মৃত ৩ ক্রিকেটারের প্রতি শোকপ্রকাশ করার পাশাপাশি একটা বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। আর সেই সিদ্ধান্তের কথা শুনে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘুম ইতিমধ্যে উড়ে গিয়েছে।
হামলা নিয়ে বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড
পাকিস্তানি বায়ুসেনার এই হামলার কথা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে। ওই পোস্টে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'পক্তিকা প্রান্তের উরগুন জেলায় বাহাদুর ক্রিকেটারদের দুঃখজনক মৃত্যুর ঘটনা আমাদের ব্যথিত করেছে। আজ সন্ধ্যায় পাকিস্তানের বায়ুসেনা কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় ৩ ক্রিকেটার (কবীর, সিবগতুল্লাহ, হারুন) এবং উরগুন জেলার ৫ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। এই ক্রিকেটাররা ইতিপূর্বে পক্তিকা প্রান্তের রাজধানী শারানায় একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন। উরগুন ফেরার পর একটি সভা চলাকালীন ওদের উপর হামলা চালানো হয়।'
ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার আফগানিস্তানের
আগামী নভেম্বর মাসে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে টি -২০ সিরিজ আয়োজন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের নাম প্রত্যাহার করে ফেলেছে। এই ঘোষণা করার পাশাপাশি এসিবি জানিয়েছে, 'এই দুঃখজনক ঘটনার পর আমরা মৃতদের পরিবারের প্রতি সম্মান জানাচ্ছি এবং পাকিস্তানের সঙ্গে আয়োজিত আগামী ট্রাই টি-২০ সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছি। আগামী নভেম্বর মাসে এই সিরিজ আয়োজন হওয়ার কথা রয়েছে। ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আশা করছি, আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।'