Kalinga Super Cup 2025 Schedule: সুপার কাপের কোয়ার্টারেই ডার্বি! প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে কঠিন দল, বাগানের প্রতিপক্ষ কারা?

Kalinga Super Cup 2025: এবার ISL-এর ১৩টি দলই সুপার কাপ খেলবে। এছাড়াও আইলিগের প্রথম ৩টি দল খেলার সুযোগ পেয়েছে। এবারের সুপার কাপ ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে।

Kalinga Super Cup 2025: এবার ISL-এর ১৩টি দলই সুপার কাপ খেলবে। এছাড়াও আইলিগের প্রথম ৩টি দল খেলার সুযোগ পেয়েছে। এবারের সুপার কাপ ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Derby

Kalinga Super Cup 2025: সুপার কাপের নক আউটে মুখোমুখি হতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল

Kalinga Super Cup 2025 Schedule: ISL মরশুম প্রায় শেষ। আগামী ১২ এপ্রিল আইএসএল ফাইনাল। তার পর থেকেই তোড়জোড় শুরু হয়ে যাবে কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2025)। সোমবার সুপার কাপের সূচি প্রকাশ্যে এনেছে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এবারের টুর্নামেন্ট নকআউট সিস্টেম খেলা হবে। যেভাবে সূচি তৈরি করা হয়েছে, তাতে শেষ আটেই মুখোমুখি হতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ এবং ফাইনাল ম্যাচ ৩ মে পর্যন্ত।

Advertisment

এবার ISL-এর ১৩টি দলই সুপার কাপ খেলবে। এছাড়াও আইলিগের প্রথম ৩টি দল খেলার সুযোগ পেয়েছে। এবারের সুপার কাপ ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। ওইদিনই আবার খেলা রয়েছে মোহনবাগানেরও। তাদের খেলা আইলিগের একটি টিমের সঙ্গে। আইলিগ থেকে চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশী এবং গোকুলাম কেরালা সুপার কাপে খেলবে। যেহেতু এখনও আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি। তাই তিনটি দল কাদের সঙ্গে খেলবে সেটা ঠিক হবে ড্রয়ের মাধ্যমে। আগামীকাল ৯ এপ্রিল সেই ড্র হবে। সেদিন মোহনবাগানের প্রতিপক্ষ জানা যাবে।

আরও পড়ুন 'বদলা নিয়েছি...', মোহনবাগান ফাইনালে উঠতেই হুঙ্কার শুভাশিসের

সুপার কাপ প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে শুরু হচ্ছে। ২০-২৪ এপ্রিল সেই খেলাগুলি হবে। কোয়ার্টার ফাইনাল ২৬ এবং ২৭ এপ্রিল হবে। শেষ চারের খেলা ৩০ এপ্রিল। নক আউটের ম্যাচগুলির নিয়মে বদল হয়েছে। ৯০ মিনিটে খেলার ফয়সালা না হলে সরাসরি টাইব্রেকারে যাবে ম্যাচ। এক্সট্রা টাইম থাকছে না। শুধু মাত্র ফাইনালে এক্সট্রা টাইম থাকছে। তাতেও রেজাল্ট না হলে টাইব্রেকার।

Advertisment

আরও পড়ুন জামশেদপুরের বদলা যুবভারতীতে, আপুইয়ার দুরন্ত গোলে ISL ফাইনালে মোহনবাগান

গত বছরের নিয়ম অনুযায়ী, সুপার কাপ জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর প্রাইমারি রাউন্ডে খেলবে। সেই ম্যাচ জিতলে গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। হেরে গেলে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাবে। 

সুপার কাপের সূচি-

২০ এপ্রিল- কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (বিকেল ৪.৩০টা), মোহনবাগান বনাম আইলিগের ক্লাব (রাত ৮টা)

২১ এপ্রিল- এফসি গোয়া বনাম আইলিগের ক্লাব (বিকেল ৪.৩০টা), ওড়িশা বনাম পাঞ্জাব এফসি (রাত ৮টা)

২৩ এপ্রিল- বেঙ্গালুরু বনাম আইলিগের ক্লাব (বিকেল ৪.৩০টা), মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি (রাত ৮টা)

২৪ এপ্রিল- নর্থইস্ট ইউনাইটেড বনাম মহামেডান (বিকেল ৪.৩০টা), জামশেদপুর বনাম হায়দরাবাদ (রাত ৮টা)

ISL Super Cup East Bengal Mohun Bagan Super Giants