India vs Pakistan: এশিয়া কাপ নিয়ে এবার বড় খবর, ভারতে কি আদৌ আসবে পাকিস্তান?

India vs Pakistan Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপ খেলতে ভারতে না'ও আসতে পারে পাকিস্তান হকি দল। প্রসঙ্গত, আগামী মাসে ভারতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

India vs Pakistan Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপ খেলতে ভারতে না'ও আসতে পারে পাকিস্তান হকি দল। প্রসঙ্গত, আগামী মাসে ভারতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

এশিয়া কাপ খেলতে ভারতে নাও আসতে পারে পাকিস্তান হকি দল

India vs Pakistan: ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপান-উতোর এখনও অব্যাহত। আর সেই প্রভাবই এবার খেলার মাঠে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) খেলতে ভারতে না'ও আসতে পারে পাকিস্তান হকি দল। প্রসঙ্গত, আগামী মাসে ভারতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। পাকিস্তান হকি ফেডারেশন (PHF) নাকি ইতিমধ্যেই আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এবং এশিয়ান হকি ফেডারেশনকে (AHF) একটি চিঠি লিখে ব্যাপারটা জানিয়ে দিয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারতে দল পাঠানোয় তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন।

যথেষ্ট টেনশনে রয়েছে পাকিস্তান হকি দল

Advertisment

পাকিস্তান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট তারেক বুগতি জানিয়েছেন, ভারতে আসার ব্য়াপারে পাকিস্তানের হকি খেলোয়াড়রা যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছেন। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, এই ব্যাপারটি ইতিমধ্যেই FIH এবং AHF-কে একটি চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতে নাকি নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারে পাকিস্তান।

India vs Pakistan: 'পচা ডিমটাই যত নষ্টের গোড়া!', ভারত-পাক ম্যাচ বাতিল হতেই কাকে নিশানা আফ্রিদির?

পাকিস্তানের জন্য বাড়তে পারে সমস্যা

Advertisment

এই টুর্নামেন্ট নিছক একটা প্রতিযোগিতাই নয়, আসন্ন হকি বিশ্বকাপের যোগ্য়তা অর্জনকারী পর্বও বটে। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি না খেলে, তাহলে শুধুমাত্র এই টুর্নামেন্টের উপরই প্রভাব পড়বে না, বিশ্বকাপের যোগ্য়তা অর্জন নিয়েও বড়সড় সমস্য়া তৈরি হবে।

India vs Pakistan: এই বলিউড তারকাই 'মাস্টারমাইন্ড'! করাচ্ছিলেন ভারত-পাক ম্যাচ, বাধ্য হলেন ক্ষমা চাইতে

PHF শীর্ষকর্তা জানালেন, এই প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ করবে কি না, সেই যাবতীয় সিদ্ধান্ত আপাতত FIH এবং AHF-এর হাতে রয়েছে। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আমাদের প্রশ্ন এটাই যে ভারতে যে আমাদের খেলোয়াড়রা নিরাপদ থাকবেন, তার গ্যারান্টি কোথায়? পাকিস্তান সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। যদিও একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান হকি দল নাকি ভারতে আসবে না।

Asia Cup 2025 India vs Pakistan