WCL 2025 India vs Pakistan match called off: এই বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী (Pahalgam Attack) হামলার প্রসঙ্গ তুলে শিখর ধাওয়ান-সহ (Shikhar Dhawan) একাধিক ভারতীয় তারকা খেলোয়াড় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করায় বাতিল হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার ইংল্যান্ডে বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে (WCL 2025) এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজনে অজয় দেবগন
বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn) এই লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের সহ-কর্ণধার। ১৮ জুন এজবাস্টনে শুরু হওয়া এই প্রতিযোগিতার দ্বিতীয় সিজনের ফাইনাল ২ আগস্ট অনুষ্ঠিত হবে। ডব্লুসিএলের পক্ষ থেকে এক্স (আগের টুইটার)-এ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন ভারত-পাকিস্তানের মধ্যে ফাইনাল হলে কী হবে? মহা ধর্মসংকটে দুই দেশের ক্রিকেটাররা
বিবৃতিতে দুঃখপ্রকাশ WCL-এর
তারা জানিয়েছে, “পাকিস্তানের হকি দল ভারত সফরে আসছে এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ভলিবলের মতো খেলার আয়োজন হয়েছে বলেই আমরা মনে করেছিলাম, ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ আয়োজন করলে মানুষ কিছু আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করতে পারবে। কিন্তু বোঝা গেল এই সিদ্ধান্তে কিছু মানুষের আবেগে আঘাত লেগেছে। তাই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুঃখিত এবং আশা করি সবাই বুঝবেন যে আমাদের উদ্দেশ্য কেবল মানুষকে খুশি করা ছিল।”
দুই দলের তারকা জাঁকজমক
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক যুবরাজ সিং (Yuvraj Singh), দলে আছেন হরভজন সিং (Harbhajan Singh), ইরফান পাঠান (Irfan Pathan), সুরেশ রায়না, রবিন উথাপ্পা এবং বরুণ অ্যারন। পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর দলে রয়েছেন ইউনিস খান, সোহেল তনভির, ওয়াহাব রিয়াজ এবং কামরান আকমল।
আরও পড়ুন 'ক্রিকেটের আগে দেশ...', পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের! বাতিল ম্যাচ
ধাওয়ান, হরভজন, ইরফান খেলবেন না
ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান এক্স-এ একটি বিবৃতি জারি করে জানান, তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। রাজ্যসভার সাংসদ ও কিংবদন্তি অফ স্পিনার হরভজন সিং এবং প্রাক্তন পেসার ইরফান পাঠানও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন, যদিও তাঁরা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।