IND vs ENG 5th Test: আকাশ দীপ গড়লেন এমন রেকর্ড, গত ২৫ বছরে যা করেছেন মাত্র চার ভারতীয়!

Akash Deep Test half-century: দ্বিতীয় দিনের অন্তিম সেশনে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন। আর তৃতীয় দিন আকাশদীপ এমন ধামাকাদার ব্যাটিং করলেন যে টিম ইন্ডিয়ার ভিত ইতিমধ্যেই যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে।

Akash Deep Test half-century: দ্বিতীয় দিনের অন্তিম সেশনে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন। আর তৃতীয় দিন আকাশদীপ এমন ধামাকাদার ব্যাটিং করলেন যে টিম ইন্ডিয়ার ভিত ইতিমধ্যেই যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Akash Deep (3)

ওবাল টেস্টে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন আকাশ দীপ

Akash Deep Test half-century: ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার আকাশ দীপ ওভাল টেস্ট ম্য়াচের তৃতীয় দিন ব্যাট হাতে এমন পারফরম্যান্স করলেন, যা দেখে ইংল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যে হতবাক হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের অন্তিম সেশনে তিনি নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন। আর তৃতীয় দিন আকাশদীপ এমন ধামাকাদার ব্যাটিং করলেন যে টিম ইন্ডিয়ার ভিত ইতিমধ্যেই যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে। তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ আগে তিনি ৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এটা তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট দলকে এই ইনিংস উপহার দেওয়ার পর আকাশ দীপ শচীন এবং কোহলির একটি বিশেষ ক্লাবে নাম লিখিয়ে ফেলেছেন। 

Advertisment

IND vs ENG 5th Test KL Rahul Record: ২২ বছর পর বদলাল ইতিহাস, ওভাল টেস্টে কোন রেকর্ড গড়লেন রাহুল?

হাফসেঞ্চুরির এই ঘটনায় চতুর্থ ভারতীয় হিসেবে নাম লেখালেন

Advertisment

ওভাল টেস্টের তৃতীয় দিন আকাশ দীপ যখন ৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন এক নয়া রেকর্ড কায়েম করলেন। ২০০০ সালের পর থেকে মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি ৪ নম্বরে খেলতে নেমে ৫০ কিংবা তার বেশি রান করেছেন। আকাশ দীপের আগে এই রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং শুভমান গিল। আকাশ দীপের টেস্ট কেরিয়ারে এটাই সর্বাধিক স্কোর। আকাশ দীপ এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ ১০৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেকারণে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ভারত ৩ উইকেটে ১৮৯ রান করে ফেলেছেন।আর মোট ১৬৬ রানের লিড নিয়ে ফেলেছে। 

IND vs ENG 5th Test: ব্যাপক তর্কাতর্কি, চরম ঝামেলা! ইংরেজদের যোগ্য 'সবক' ভারতীয় পেসারের, দেখুন ভিডিও

টেস্ট সিরিজে বিদেশের মাটিতে তৃতীয় ভারতীয় হিসেবে আকাশ দীপ গড়লেন এই রেকর্ড

ইংল্যান্ড সফরে আকাশ দীপ ইতিপূর্বে এজবাস্টন টেস্টে খেলেছিলেন। তারপর আবারও ওভাল টেস্টে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুটো ম্য়াচেই তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। ওভাল টেস্টে হাফসেঞ্চুরি করার পর একটি বিশেষ তালিকায় আকাশ দীপ নিজের নাম লিখিয়ে ফেলেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে আকাশ দীপ ভারতের তৃতীয় খেলোয়াড় যিনি বিদেশের মাটিতে ১০ উইকেট শিকার করার পাশাপাশি ৫০+ রান করেছেন। আকাশ দীপের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ইরফান পাঠান এবং রবিচন্দ্রন অশ্বিন। 

Akash Deep