India vs England: লন্ডনের কেনিংটন ওভাল স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যর্থ হলেও, পেস বোলাররা যাবতীয় অভাব পুষিয়ে দিলেন। ইংল্যান্ড ইতিমধ্যে ২৪৭ রানে অলআউট হয়ে গিয়েছে। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) চারটে করে উইকেট শিকার করেছেন। আর একটি উইকেট নিয়েছেন আকাশ দীপ।
IND vs ENG 5th Test: চরম বেইমানির শিকার টিম ইন্ডিয়া? 'আম্পায়ার চুর' রব তুললেন ভারতীয় সমর্থকরা
ইংরেজ ব্যাটারদের যোগ্য জবাব দিল ভারতীয় পেসাররা
প্রসঙ্গত, ম্যাচের দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া ২২৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট দলের শুরুটা বেশ ভালই হয়েছিল ১২৯ রানে তারা জোড়া উইকেট হারায়। এরপর যেন তাসের ঘরের মতো গোটা ব্যাটিং ব্রিগেড ভেঙে পড়ে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root) মাত্র ২৯ রান করেন। তবে প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে তাঁর ব্যাপক ঝামেলা দেখতে পাওয়া যায়।
Manoj Tiwary on Abhimanyu Easwaran: 'ছেলেটার উপর অন্যায় হচ্ছে...', অভিমন্যু ইস্যুতে ভারতীয় দল নির্বাচনকে ধুয়ে দিলেন মনোজ
দেখে নিন ভিডিও:
দোষটা কার, রুট না কৃষ্ণার?
ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন ভারতের হয়ে বল করতে আসেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই ওভারের প্রথম ৫ বলে রুট একটাও রান করতে পারেননি। ইতিমধ্যে প্রসিদ্ধ আগ বাড়িয়ে রুটকে কিছু একটা বলেন। সেটা শুনেই প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের মেজাজ বিগড়ে যায়।
IND vs ENG 5th Test Match: ওভালের সবুজ পিচে ব্যাটিং ধস, দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত
শান্ত করেন আম্পায়াররা
ওভারের শেষ বলটা রুট গালি অঞ্চলে খেলেন। সেটা সোজা বাউন্ডারির বাইরে বেরিয়ে যায়। এরপরই রুট এবং কৃষ্ণার মধ্যে ঝামেলা বেঁধে যায়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়াররা। দুজনকে শান্ত করেন। ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা আলাদা করে প্রসিদ্ধ কৃষ্ণাকে ডেকে নিয়ে যান। তাঁকে কিছু একটা বোঝাতে থাকেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলও দুজনের সঙ্গে কথা বলেন।