India vs England: ভারত বনাম ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজ আপাতত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। সিরিজের শেষ টেস্ট ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হচ্ছে। এই হাইভোল্টেজ টেস্ট সিরিজ খেলতে আসার জন্য টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে এসেছিল, সেই সময় প্রত্যেকের মুখে বিরাট কোহলির অনুপস্থিতি নিয়েই আলোচনা চলছিল। ব্রিটিশভূমে বিরাটের অভাব কে পূরণ করবেন, তা নিয়ে আলোচনার টেবিলে ঝড় উঠেছে। এই চ্যালেঞ্জটা কেএল রাহুল (KL Rahul) শুধুমাত্র স্বীকারই করেননি, ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার হিসেবে সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। ব্যাট হাতে তাঁর নেতৃত্ব টিম ইন্ডিয়াকে সাফল্যের রাস্তায় আলো দেখিয়েছে। ওভাল টেস্টে তাঁর ব্যাট হয়ত গর্জন করতে পারেনি, তবে গোটা সিরিজে তিনি ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন। আর এটাই তো একজন বড় ব্যাটারের পরিচয়।
KL Rahul Injury Update: অনুশীলন করতে নেমে মারাত্মক চোট, IPL অনিশ্চিত এই তারকা ক্রিকেটারের
এই সিরিজটা কেএল রাহুলের কাছে যে স্মরণীয় হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। গত ২২ বছরে ইংল্যান্ডের উইকেটে সবথেকে সফল ওপেনার হিসেবে নিজের নামটা তিনি লিখিয়ে ফেলেছেন। এই সিরিজে তিনি ৫ ম্য়াচে মোট ৫৩২ রান করেছেন। সেইসঙ্গে লিখে ফেলেছেন এক নয়া ইতিহাস। গত ২২ বছরে এই প্রথমবার কোনও একটি টেস্ট সিরিজে একমাত্র ব্যাটার হিসেবে ৫০০+ রান করেছেন তিনি।
KL Rahul Century: চাবকে সিধে করলেন ইংরেজদের, লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে 'লর্ড' রাহুল
কেএল রাহুলের আগে ইংল্যান্ডের মাটিতে এই রেকর্ড কায়েম করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ২০০৩ সালে তিনি মোট ৭১৪ রান করেছিলেন। এরপর বীরেন্দ্র সেহওয়াগ, ম্যাথিউ হেডেন, রোহিত শর্মা, অ্যালেস্টার কুকের মতো কিংবদন্তী ওপেনাররা এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। কিন্তু, রাহুল অবশেষে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। তাঁর নাম ইতিমধ্যে এলিট ক্লাবে উঠে গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কেএল রাহুলের ব্যাটিং পরিসংখ্যান
- প্রথম টেস্ট - ৪২ এবং ১৩৭
- দ্বিতীয় টেস্ট - ২ এবং ৫৫
- তৃতীয় টেস্ট - ১০০ এবং ৩৯
- চতুর্থ টেস্ট - ৪৬ এবং ৯০
- পঞ্চম টেস্ট - ১৪ এবং ৭
KL Rahul Test record: ইতিহাসের দোরগোড়ায় কেএল রাহুল, ম্যানচেস্টার টেস্টেই মালিক হবেন এই বিরল কীর্তির
দ্বিতীয় সর্বাধিক স্কোরার কেএল রাহুল
চলতি টেস্ট সিরিজে কেএল রাহুল ব্যাট হাতে জোড়া শতরানের পাশাপাশি ২ ফিফটি করেছেন। তাঁর সর্বাধিক স্কোর ১৩৭। লিডস টেস্টে করেছিলেন তিনি। লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচেও তিনি একটি শতরান করেন। ১০ ইনিংসে ৫৩.২০ ব্যাটিং গড়ে তিনি মোট ৫৩২ রান করেছেন। পাশাপাশি চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক স্কোরার হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন। প্রথম স্থানে রয়েছেন শুভমান গিল। তিনি ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৭৪৩ রান করেছেন।