Advertisment

ওয়ানডের সর্বকালের সেরা বোলিংয়ের নজির তাঁরই! আচমকা অবসর ঘোষণা তারকা ভারতীয়র

স্টুয়ার্ট বিনি সোমবার এক বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। আর দেখা যাবে না তাঁকে বাইশ গজে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ানডেতে সেরা বোলিং ফিগার তাঁর দখলে। ভারতের তারকা অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকেই এবার অবসর গ্রহণ করলেন। সোমবারই জানিয়ে দিলেন আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।

Advertisment

৩৭ বছরের তারকা অলরাউন্ডার কর্ণাটকের জার্সিতে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তারপরে জাতীয় দলের হয়ে ৬টা টেস্ট, ১৪ ওয়ানডে এবং ৩টি টি২০-তে অংশগ্রহণ করেছেন। কিংবদন্তি রজার বিনির পুত্র স্টুয়ার্ট সোমবার এক বিবৃতিতে জানিয়ে দেন, "সকলকে জানাতে চাই, প্রথম শ্রেণির এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের এবং আনন্দের হয়ে থাকবে আমার কাছে।"

আরও পড়ুন: ভারতের হারে ‘বলির পাঁঠা’ এই তারকা, বাদ পড়ছেন বাকি দুই টেস্টেই

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সেভাবে মনে রাখার মত পারফরম্যান্স মেলে ধরতে না পারলেও বোলিংয়ে সেরার সেরা পারফরম্যান্স মেলে ধরেছিলেন। ২০১৪-র জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সেটাই ওয়ানডের ইতিহাসে সেরা বোলিং ফিগার। এই রেকর্ড তত আগে দখলে ছিল অনিল কুম্বলের। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুম্বলেও ৬ উইকেট দখল করেছিলেন। তবে কিংবদন্তি স্পিনার ১২ রান খরচ করেছিলেন। সেই রেকর্ডই উন্নত করেন বিনি ২১ বছর পরে।

কার্যকরী অলরাউন্ডার ছিলেন। ৯৫টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন তারকাকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪-য় ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৭৮ করে যোগ্যতার প্রমাণ রেখেছিলেন বিনি। সেটাই তাঁর খেলা ছয় টেস্টে একমাত্র হাফসেঞ্চুরি।

আরও পড়ুন: লাগাতার ব্যর্থ পন্থের জায়গায় বাংলার ঋদ্ধিকে খেলানোর দাবি! মুখ খুললেন কোহলিও

বিনির আন্তর্জাতিক কেরিয়ারে ফুলস্টপ পড়ে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টি২০-তে। এক ওভারে খরচ করেছিলেন ৩১ রান। এভিন লুইস পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন বিনির ওভারে। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে যায় বিনির।

আরও পড়ুন: গাভাসকারদের পরামর্শ কানেই নিলেন না কোহলি! একগুঁয়েমিতে নিজের খেয়ালেই চলবেন তারকা

হার্দিক পান্ডিয়ার মত দুরন্ত অলরাউন্ডারের উত্থান বিনির আন্তর্জাতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। নিজের অবসর ঘোষণার বিবৃতিতে বিনি বিসিসিআই সহ সতীর্থদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Indian Cricket Team Cricket News
Advertisment