Aman Sehrawat Ban: অলিম্পিকে জিতেছিলেন পদক, সামান্য ভুলেই ধ্বংসের পথে ভারতীয় রেসলারের কেরিয়ার!

Aman Sehrawat Ban: শারীরিক ওজন বেড়ে যাওয়ার কারণে নির্বাসনের কবলে পড়লেন ভারতীয় কুস্তিগীর আমন শেহরাওয়াত। এই সিদ্ধান্ত গোটা দেশকেই কার্যত স্তম্ভিত করে দিয়েছে।

Aman Sehrawat Ban: শারীরিক ওজন বেড়ে যাওয়ার কারণে নির্বাসনের কবলে পড়লেন ভারতীয় কুস্তিগীর আমন শেহরাওয়াত। এই সিদ্ধান্ত গোটা দেশকেই কার্যত স্তম্ভিত করে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Aman Sehrawat

ভারতীয় কুস্তিগীর আমন শেহরাওয়াত নির্বাসনের কবলে পড়লেন

Aman Sehrawat: প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে বাড়িয়েছিলেন ভারতের সম্মান। এবার সেই তারকা রেসলারের কেরিয়ারই ধ্বংসের পথে। আমন শেহরাওয়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশন। এবার বেশ কয়েকবছর তিনি আর কুস্তি লড়তে পারবেন না। পুরুষদের ৫৭ কিলোগ্রাম ক্যাটেগরিতে আমন সেহরাওয়াত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। 

Advertisment

Maria Sharapova Banned: ছিলেন টেনিস সুন্দরী, 'দিওয়ানা' ছিল গোটা দুনিয়া! তাও কেন নির্বাসিত হয়েছিলেন এই রাশিয়ান তারকা?

কেন নির্বাসনের কবলে পড়লেন আমন শেহরাওয়াত?

আসলে আমন যে ক্যাটেগরিতে অংশগ্রহণ করেন, সেই ক্যাটেগরির তুলনায় তাঁর শারীরিক ওজন সামান্য হলেও বেড়ে গিয়েছিল। সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমন তাঁর শারীরিক ওজন কমাতে পারেননি। সেকারণে ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশন তাঁর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছিল। আমনের বয়স বর্তমানে ২২ বছর। তাঁর ওজন নির্ধারিত ক্যাটেগরির থেকে ১.৭ কিলোগ্রাম বেশি হয়েছে। সেকারণে তাঁর থেকে কুস্তি লড়াইয়ের যোগ্যতা আপাতত কেড়ে নেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে।

Advertisment

FIFA Banned Mohammedan SC: ফের মহমেডানকে 'নির্বাসন' ফিফা-র, ডুরান্ডে আদৌ খেলবে তো ব্ল্যাক প্যান্থার্সরা?

চিঠি পাঠানো হয়েছে আমনকে

ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন শেহরাওয়াতকে ইতিমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে এই নির্বাসনের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর আমনকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছিল, চ্যাম্পিয়নশিপ চলাকালীন কীভাবে তাঁর ওজন বেড়ে গেল? 

RCB IPL 2026 Banned: IPL থেকে নিষিদ্ধ হতে পারে RCB! এক খবরেই ছারখার কোহলিদের সুখের সংসার

এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর জবাবও দিয়েছিলেন আমন। কিন্তু, তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেনি ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশন। অবশেষে তাঁকে ১ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমনের উপর এই নির্বাসনের খাঁড়া ঝুলবে। ইতিমধ্যে তিনি কোনও জাতীয় কিংবা আন্তর্জাতিক রেসলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

OTT Apps Banned: পর্নোগ্রাফি নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের, কোন কোন প্ল্যাটফর্ম এবার বন্ধ হওয়ার পথে?

ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমন শেহরাওয়াতের যাবতীয় জবাব শৃঙ্খলা কমিটি পর্যবেক্ষণ করেছে। হেড কোচ এবং সহায়ক কোচিং স্টাফরাও এই ঘটনার সত্যতা যাচাই করেছে। তবে শৃঙ্খলা কমিটি এই ব্যাপারে একেবারে সন্তুষ্ট হতে পারেনি। এরপরই আমনকে নির্বাসিত করা হয়েছে।

Aman Sehrawat