FIFA Banned Mohammedan SC: ফের মহমেডানকে 'নির্বাসন' ফিফা-র, ডুরান্ডে আদৌ খেলবে তো ব্ল্যাক প্যান্থার্সরা?

FIFA bans Mohammedan SC: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহমেডান স্পোর্টিং ক্লাবকে নির্বাসিত করল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। সেকারণে আপাতত তারা কোনও আন্তর্জাতিক কিংবা ভারতীয় ফুটবলারকে সই করাতে পারবে না।

FIFA bans Mohammedan SC: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহমেডান স্পোর্টিং ক্লাবকে নির্বাসিত করল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। সেকারণে আপাতত তারা কোনও আন্তর্জাতিক কিংবা ভারতীয় ফুটবলারকে সই করাতে পারবে না।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Alexis Nahuel Gomez

সাদা-কালো জার্সিতে অ্যালেক্সিজ নাহুয়েল গোমেজ

Mohammedan SC: মহমেডান স্পোর্টিং ক্লাবে রাহুর দশা যেন কিছুতেই কাটতে চাইছে না। আন্তর্জাতিক ফুটবল সংস্থা FIFA আরও একবার কলকাতার এই ফুটবল ক্লাবের জন্য ট্রান্সফার ব্যান ঘোষণা করল। ২০২৪-২৫ মরশুমে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিজ নাহুয়েল গোমেজের বকেয়া অর্থ না দেওয়ার কারণে এই নির্বাসনের খাঁড়া নেমে এসেছে।

Advertisment

গত ৭ জুলাই ফিফা একটি চিঠি লিখে জানিয়েছে, আপাতত মহমেডান স্পোর্টিং ক্লাব আর কোনও আন্তর্জাতিক কিংবা ভারতীয় ফুটবলারকে সই করাতে পারবে না।

সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'যতদিন না পর্যন্ত এই বকেয়া অর্থ মেটানো হবে, ততদিন ক্লাবের উপর এই নির্বাসন বহাল থাকবে। সর্বাধিক তিন মরশুমের রেজিস্ট্রেশন পিরিয়ড পর্যন্ত এই নির্বাসন প্রযোজ্য হতে পারে।'

Advertisment

Hyderabad FC vs Mohammedan SC: সমানতালে টক্কর দিয়েও পরাজিত মহামেডান, অ্যাওয়ের পর হোম ম্যাচেও জয়ী হায়দরাবাদ

মহমেডানকে আই-লিগে জেতাতে সাহায্য করেছিলেন গোমেজ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে ব্ল্যাক প্যান্থার্স ব্রিগেডে যোগ দিয়েছিলেন গোমেজ। আই-লিগ জিততে সাহায্য করেছিলেন মহমেডানকে। আর সেকারণেই গত মরশুমে সাদা-কালো ব্রিগেড ইন্ডিয়ান সুপার লিগ খেলার সুযোগ পেয়েছিল। গত ২ মরশুম কলকাতার এই ফুটবল ক্লাবের হয়ে গোমেজ চারটে গোল করেছেন এবং ১০ গোলে অ্যাসিস্ট করেছেন।

ISL: Mohammedan vs Odisha: আইএসএল: ওড়িশার প্লে অফে ওঠার স্বপ্ন ভেঙেচুরে দিতে মরিয়া মহামেডান স্পোর্টিং

২৫ বছর বয়সি এই ফুটবলার বর্তমানে ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পারসিজাপ জেপারার হয়ে খেলেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের মধ্যে মহমেডান স্পোর্টিং ক্লাব এই নিয়ে দ্বিতীয়বার নির্বাসনের ধাক্কা খেল।

দ্বিতীয়বার নির্বাসনের খাঁড়া নেমে এল মহমেডানের উপর

গত ৩ জুলাই এই একই কারণে নির্বাসিত হয়েছিল কলকাতা ময়দানের এই স্বনামধন্য ফুটবল ক্লাব। উজবেকিস্তানের মিডফিল্ডার মিরজালোল কাশিমোভের বকেয়া অর্থ তারা মেটায়নি। এই অর্থের পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ খান বলেছিলেন, 'কয়েক সপ্তাহ আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ২৪ লাখ টাকা প্রদান করে আগের নির্বাসনটা তুলেছিলাম। এটা নিয়েও খুব একটা বেশি চিন্তা করার কারণ নেই।'

তিনি আরও বলেছিলেন, 'চার থেকে পাঁচ মাসের আর্থিক বকেয়া রয়েছে। আগামী মরশুম শুরুর আগেই আমরা যাবতীয় টাকা দিয়ে দেব।'

Mohammedan SC News Update: এবার FIFA-র নির্বাসনে পড়বে মহমেডান? কারণটা শুনলে অবাক হবেন

২৯ বছর বয়সি কাশিমোভ ২০২২ সালে ভারতে আসেন। এর আগে তিনি উজবেকিস্তান প্রো লিগে খেলতেন। প্রথমে নেরোকা এফসি'তে যোগ দেন। পরের মরশুমে সই করেন মহমেডান স্পোর্টিং ক্লাবে। আই-লিগ জেতাতে তিনিও যথেষ্ট সাহায্য করেছিলেন।

গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে কাশিমোভ ১৮ ম্য়াচ খেলেন। কিন্তু, মাত্র ২ গোলই তিনি করতে পারেন। পাশাপাশি, মহমেডানের জন্যও প্রথম মরশুমটা একেবারে ভাল কাটেনি। পয়েন্ট টেবিলে সকলের নীচে থেকে তারা অভিযান শেষ করে।

FIFA Ban On Mohammedan Sporting Club: ফিফার নিষেধাজ্ঞা, সই করানো যাবে না ফুটবলার! চরম সমস্যায় মহমেডান স্পোর্টিং ক্লাব

আসন্ন ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে নামবে মহমেডান স্পোর্টিং ক্লাব। আগামী ২৮ জুলাই ডায়মন্ড হারবার এফসি'র বিরুদ্ধে তারা প্রথম ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

পাশাপাশি কলকাতা ফুটবল লিগে ঘরোয়া মরশুম ইতিমধ্যে শুরু করেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্য়াচে তারা ২-২ গোলে ড্র করে। আশা করা হচ্ছে, ডুরান্ড কাপেও এই দলটাই রেখে দেওয়া হবে।

FIFA Mohammedan SC Mohammedan Sporting Club