/indian-express-bangla/media/media_files/2025/09/02/amitabh-bachchan-and-virat-kohli-2025-09-02-13-49-41.jpg)
অমিতাভ বচ্চন এবং বিরাট কোহলি
Amitabh Bachchan: 'কৌন বনেগা করোড়পতি'র কথা শোনেননি এমন মানুষজন খুবই কম রয়েছেন। শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বে এই কুইজ শো'র জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। এই অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন মাঝেমধ্যেই বিভিন্ন গল্প শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি এপিসোডে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে কথা বলতে গিয়ে বেশ খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়লেন 'বিগ বি'। ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথমবার খেতাব জয় করেছে। অমিতাভ বচ্চন বললেন, দীর্ঘদিন পরিশ্রমের পর কেউ যখন জয়লাভ করে, তখন যে কোনও মানুষই উচ্ছ্বসিত হয়ে ওঠে।
Virat Kohli Record: সাধে বলে ঈশ্বর! শচীনের এই রেকর্ড আজও অধরা কিং কোহলির
বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন
চলতি বছর 'কৌন বনেগা করোড়পতি' ১৭ বছরে পা দিয়েছে। সাম্প্রতিক একটি এপিসোডে ক্রিকেট সংক্রান্ত একটি প্রশ্ন করেছিলেন অমিতাভ। প্রশ্ন ছিল - ২০২৫ সালে কোন ক্রিকেটার একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯,০০০ রান করে মাইলফলক স্পর্শ করেছেন? প্রশ্নের জবাবে ওই প্রতিযোগী সঙ্গে সঙ্গেই বিরাট কোহলির নাম উল্লেখ করেন। এটা একেবারেই সঠিক জবাব ছিল। এরপর অমিতাভ বচ্চন ভরপুর প্রশংসা করেন বিরাট কোহলির এবং তাঁর একটি আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেন।
Virat Kohli and Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই রোহিত-বিরাট! তবে শর্ত একটাই...
বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
অমিতাভ বচ্চন বললেন, 'বিরাট কোহলি নিজের আইপিএল কেরিয়ারে শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তবে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত একবারও খেতাব জিততে পারেননি। এবার যখন শেষপর্যন্ত জিতল, তখন দৃশ্যটা দেখেছেন? একজন কতটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। তাও এত বড় মাপের একজন ক্রিকেটার। গোটা বিশ্বে যথেষ্ট সুনাম রয়েছে। এত বছর পরিশ্রমের পর যখন কেউ জয়লাভ করে, তখন প্রত্যেকের আবেগের বাঁধ ভেঙে যায়।'
Virat Kohli New Look: অনেকদিন পর সামনে এলেন বিরাট কোহলি, বদলে ফেলেছেন নিজের লুকস!
২০২৫ সালে আইপিএল খেতাব জয় করে আইপিএল ট্রফি
অহমেদাবাদে আয়োজিত ২০২৫ আইপিএল ফাইনালে আরসিবি পঞ্জাব কিংসকে ৬ রানে পরাস্ত করে। আর সেইসঙ্গে জেতে আইপিএল খেতাব। বিরাট কোহলি ১৮ বছর পর এই টুর্নামেন্টে জয়লাভ করেছে। এই জয়ের পর বিরাট কোহলি যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। বিরাটের পাশাপাশি আরসিবি সমর্থকদেরও আবেগের বাঁধ ভেঙে গিয়েছিল।