Virat Kohli New Look: অনেকদিন পর সামনে এলেন বিরাট কোহলি, বদলে ফেলেছেন নিজের লুকস!

Virat Kohli Retirement News: আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। এবার ওয়ানডে ক্রিকেট থেকেও তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Virat Kohli Retirement News: আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। এবার ওয়ানডে ক্রিকেট থেকেও তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Anushka Sharma

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা

Virat Kohli: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের পর থেকেই ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার ব্যাটার বিরাট কোহলিকে আর সেইভাবে দেখতে পাওয়া যায়নি। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর 'কিং' কোহলিকে উইম্বলডনে দেখতে পাওয়া গিয়েছিল। এরপর তিনি যুবরাজ সিংয়ের একটি অনুষ্ঠানে এসেছিলেন। ১০ জুলাই ওই অনুষ্ঠানের পর বিরাট কোহলির প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি দেখার পর কোহলি সমর্থকরা ইতিমধ্যে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। বলা ভাল, কোহলির এই নয়া লুক দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো চমকে উঠেছেন। ভয় পাচ্ছেন, এবার বোধহয় তিনি ওয়ানডে ফরম্য়াট থেকেও অবসর ঘোষণা করবেন। 

Advertisment

Virat Kohli: 'গোটা দেশ তোমাকে চায় বিরাট!', কোহলিকে ছাড়া জীবন ছারখার কংগ্রেসের ডাকাবুকো নেতার

বিরাট কোহলির নয়া লুক দেখে চিন্তায় সমর্থকরা

Advertisment

সুপারস্টার বিরাট কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এই ছবিতে বিরাট কোহলিকে লন্ডনে শশী কিরণ নামে এক ব্যক্তির সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিরাট কোহলির সব দাড়ি পেকে গিয়েছে। আর এই সাদা দাড়ির কারণেই বিরাটকে কার্যত চিনতে পারা যাচ্ছে না।

 মাত্র ৩৭ বছর বয়সেই বিরাটের এই লুকস দেখে সমর্থকরা বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছেন। মাত্র ১ মাসের মধ্যেই 'কিং'-এর লুক একেবারে বদলে গিয়েছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের পর বিরাট কোহলিকে আর ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যায়নি। ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি।

Virat Kohli New Controversy: বিরাটের পিছনে ছুরি মেরেছিল RCB-ই! সম্মান বাঁচাতে তড়িঘড়ি চরম সিদ্ধান্ত কোহলির

এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন কোহলি?

যুবরাজ সিংয়ের ওই অনুষ্ঠানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে মুখ খুলেছেন বিরাট কোহলি। তিনি বললেন, 'মাত্র ২ দিন আগেই আমি দাড়িতে রং করেছি। আর আপনি ৪ দিন ছাড়া দাড়িতে রং করেন। ফলে আপনি খুব ভাল করেই বুঝতে পারছেন যে এটাই আমার জন্য একেবারে সঠিক সময়।' সেইসময় কোহলির কথাগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। কিন্তু, সেই ছবিটাই তিনি সঠিক বলে প্রমাণ করে দিলেন। এবার সমর্থকরা চিন্তায় পড়েছেন, এবার ওয়ানডে ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করবেন কি না! সেটা অবশ্য সময়ই বলবে।

Virat Kohli