Virat Kohli and Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই রোহিত-বিরাট! তবে শর্ত একটাই...

2027 ODI World Cup: ২০২৭ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

2027 ODI World Cup: ২০২৭ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Rohit Sharma (1)

বিরাট কোহলি এবং রোহিত শর্মা

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট কিংবদন্তী বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) আপাতত একদিনের ক্রিকেট খেলবেন বলে মনস্থির করেছেন। আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে দুজনেই ইতিমধ্যে অবসর গ্রহণ করেছে। এই দুটো ফরম্য়াট রোহিত এবং বিরাটকে ছাড়া আপাতত এগিয়ে চলেছে। যদিও ৫০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত রোহিত শর্মাই টিম ইন্ডিয়ার অধিনায়ক।

Advertisment

Virat Kohli New Look: অনেকদিন পর সামনে এলেন বিরাট কোহলি, বদলে ফেলেছেন নিজের লুকস!

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির প্রভাব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। একদিনের ক্রিকেট নিয়ে আলোচনা হলেও যে বিষয়ের কথা সবার আগে উঠে আসে, তা হল ২০২৭ বিশ্বকাপ। দুজনের কেউই এখনও পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু খোলসা করেননি। তবে সম্প্রতি একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ওয়ানডে ফরম্য়াটে বিরাট এবং রোহিত অগাধ সাফল্য অর্জন করলেও, ২০২৭ বিশ্বকাপে তাঁদের সুযোগ দেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

Advertisment

Virat Kohli: 'গোটা দেশ তোমাকে চায় বিরাট!', কোহলিকে ছাড়া জীবন ছারখার কংগ্রেসের ডাকাবুকো নেতার

দৈনিক জাগরণে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাট এবং রোহিত দুজনের মধ্যে কাউকেই যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে, এমন কোনও সবুজ সংকেত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দুজনের মধ্যে কেউই আপাতত আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট খেলছেন না। ফলে, আগামীদিনে তাঁদের হাতে ম্য়াচ টাইমও অনেকটাই সীমিত হয়ে যাবে। এই পরিস্থিতিতে নির্বাচক কমিটি এবং বিসিসিআই কর্তারাও যে যথেষ্ট দোলাচলে রয়েছেন, তা বলাই বাহুল্য।

খেলতে হবে বিজয় হাজারে ট্রফি

তবে ওই প্রতিবেদনে আরও একটি কথা উল্লেখ করা হয়েছে। চলতি বছর ডিসেম্বর মাস থেকে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি আয়োজন করা হবে। বিরাট এবং রোহিতকে প্রথমে ওই একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এরপর যদি দেখা যায়, আগামী বিশ্বকাপ খেলার জন্য তাঁরা প্রস্তুত, তখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করা হবে। বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ না করলে, তাঁদের সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে।

ওই প্রতিবেদনে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, '২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমরা যে পরিকল্পনা করছি, সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একেবারেই ফিট করছেন না।' ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ওঁরা দুজনেই ইংল্যান্ড সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু, নির্বাচকরা জানিয়ে দেন যে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে কোনও জায়গা হবে না। সেকারণে টেস্ট ক্রিকেট থেকে তাঁরা অবসরের ঘোষণা করেন।

Rohit Sharma Captain: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতই অধিনায়ক? ICC-র পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের পরই ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তী ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় জানাবেন। এরপর আর ঘরোয়া ক্রিকেটে ফেরার কোনও অর্থই নেই।

Labubu Doll Rohit Sharma: 'ভুতুড়ে পুতুল কিনে দাও...', মেয়ের আজব বায়না কীভাবে সামলালেন রোহিত?

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে শুভমান গিল ইতিমধ্যে সাফল্য অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। এই সিরিজের পর নির্বাচক কমিটি ভরসা পেয়েছে যে শুভমানকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের দীর্ঘমেয়াদি অধিনায়ক করা যেতে পারে। ইতিমধ্যে অনেকে আবার দাবি করছেন, তিনটে ফরম্য়াটের অধিনায়কত্বই শুভমানের হাতে তুলে দেওয়া হোক। ভারতীয় ক্রিকেট দলে আপাতত প্রচুর নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে। ২০২৭ ওডিআই বিশ্বকাপেও যে নতুন একঝাঁক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে, সেকথা বলাই যায়।

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team