Andre Russell Last Match: বিদায়ী ম্যাচেও বিধ্বংসী রাসেল, ছক্কা-ছক্কায় সাইটস্ক্রিন ফুটো করলেন KKR তারকা

Andre Russell retirement: নিজের বিদায়ী ম্যাচে হোমটাউন জামাইকায়, সাবিনা পার্কের মাঠে রাসেল যেন আরও ভয়ঙ্কর, আত্মবিশ্বাসী এবং নিঃসংশয় ছিলেন। ১৫ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেষ করলেন আন্তর্জাতিক যাত্রা।

Andre Russell retirement: নিজের বিদায়ী ম্যাচে হোমটাউন জামাইকায়, সাবিনা পার্কের মাঠে রাসেল যেন আরও ভয়ঙ্কর, আত্মবিশ্বাসী এবং নিঃসংশয় ছিলেন। ১৫ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেষ করলেন আন্তর্জাতিক যাত্রা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Andre Russell Last Match: শেষ ম্যাচেও বিধ্বংসী ইনিংস আন্দ্রে রাসেলের

Andre Russell Last Match: শেষ ম্যাচেও বিধ্বংসী ইনিংস আন্দ্রে রাসেলের

Andre Russell scores 36 runs in his last T20 Match: বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটার আন্দ্রে রাসেল (Andre Russell) মঙ্গলবার তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচেই শেষবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জার্সি গায়ে খেললেন তিনি। নিজের বিদায়ী ম্যাচে হোমটাউন জামাইকায়, সাবিনা পার্কের মাঠে রাসেল যেন আরও ভয়ঙ্কর, আত্মবিশ্বাসী এবং নিঃসংশয় ছিলেন। ১৫ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেষ করলেন আন্তর্জাতিক যাত্রা।

৪,৪,৬,৬,৬,৬ স্ট্রাইক রেট ২৪০!

Advertisment

২৪০ স্ট্রাইক রেটে রাসেল মারলেন ২টি চার ও ৪টি ছয়। অর্থাৎ তাঁর ৩৬ রানের মধ্যে ৩২-ই এল বাউন্ডারি মারার মাধ্যমে। নাথান এলিসের বলে একটি বড় শট মারতে গিয়ে উইকেটকিপার জোশ ইংলিসের হাতে ধরা পড়েন তিনি। আগেই তিনি ঘোষণা করেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দ্বিতীয় টি-২০ ম্যাচটাই হবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁর শেষ ম্যাচ।

আরও পড়ুন প্রবল দারিদ্র্য থেকে কোটি টাকার ক্রিকেটার! রূপে-গুণে কম যান না KKR তারকার স্ত্রী-ও

কঠিন পরিস্থিতিতে রাসেলের ঝড়

Advertisment

যখন রাসেল ব্যাটিং করতে আসেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৮/৫। রোস্টন চেজ এবং শেরফেন রাদারফোর্ডের পরপর দুই উইকেট পড়ে গিয়েছিল। ঠিক সেই সময় রাসেল এসে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান। এরপর বেন ডওয়ারশুইসের ওভারে দুটি ছক্কা মারেন এবং মাত্র ৭ বলে ২০ রান করে ফেলেন। পরের ওভারে অ্যাডাম জাম্পার বলে একটি চার ও একটি ছয় মারেন। শেষ পর্যন্ত নাথান এলিসের ওভারে আরও একটি চার মেরে ১৫ বলে ৩৬ রান করে আউট হন। এই ইনিংসটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের রান টেনে তুলতে বড় ভূমিকা নেয়।

আরও পড়ুন আচমকা ভয়ঙ্কর খবর, তোলপাড় ক্রিকেট বিশ্ব! শোকস্তব্ধ সকলে

রাসেলকে দেওয়া হল গার্ড অফ অনার

ম্যাচ শুরুর আগে আন্দ্রে রাসেলকে গার্ড অফ অনার দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার দুই দলের খেলোয়াড়েরা হাততালি দিয়ে রাসেলকে সম্মান জানান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাঁর জন্য একটি বিশেষ স্মারকও তুলে দেয়।

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করে ১৭২ রান

ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৭২ রান। দলের হয়ে ওপেনার ব্র্যান্ডন কিং ৩৬ বলে ৫১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রাসেলের ব্যাট থেকেই,  ১৫ বলে ৩৬। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৩টি উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস পান ২টি করে উইকেট।

আরও পড়ুন বাইশ গজে চার-ছক্কা হাঁকান স্বামী, মডেলিংয়ে ঝড় তোলেন KKR তারকার বউ! চেনেন তাঁকে?

KKR Andre Russell West Indies