আসন্ন মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ নিযুক্ত হলেন অনিল কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ ছিলেন মাইক হেসন। যিনি কিছুদিন আগেও ভারতের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন। কুম্বলে কিউয়ি কোচের স্থলভিষিক্ত হচ্ছেন। এই নিয়ে টানা পাঁচ মরশুমে পাঁচবার কোচ বদল করল কিংস ইলেভেন পাঞ্জাব কর্তৃপক্ষ। ফ্র্য়াঞ্চাজির যুগ্ম অংশীদার মোহিত বর্মণ জানিয়েছেন, কোচ হিসেবে সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে কিংবদন্তি স্পিনারকে।
অন্যদিকে, এই নিয়ে আইপিএলে কুম্বলে তৃতীয় কোনও দলের সঙ্গে যুক্ত হলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি-র মেন্টরের ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৩ সালে আইপিএলের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সেরও মেন্টর হয়েছেন।
Former #Indian skipper #AnilKumble has been appointed as the head coach of #KingsXIPunjab for the upcoming season of the Indian Premier League (#IPL).
Photo: IANS pic.twitter.com/aD2Cx06m7J
— IANS Tweets (@ians_india) October 11, 2019
আরও পড়ুন ধোনিকে নিয়ে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিক, বার্তা কুম্বলের
গত মরশুমে বরাবরের মতোই ব্যর্থদের তালিকায় নাম লিখিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১৪ ম্যাচে ৬টা জয় সমেত ষষ্ঠ স্থানে শেষ করেছিল পাঞ্জাব ব্রিগেড। গতবারের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকেও ছেড়ে দিয়েছে প্রীতি জিন্টার দল। সম্ভবত অশ্বিনের পরিবর্তে অধিনায়ক বাছার দায়িত্বও পালন করতে হবে কুম্বলেকে।
আরও পড়ুন IPL 2019: বিরাট কেন নেই কুম্বলের আইপিএল একাদশে, সাফাই দিলেন কিংবদন্তি
সম্প্রতি, ৪৮ বছরের তারকা ক্রিকেটার ইউরো টি২০ স্ল্যামের উপদেষ্টা কমিটির সদস্য হয়েছিলেন। যদিও আর্থিক বাধার কারণে শুরুর আগেই বন্ধ হয়ে গিয়েছে টুর্নামেন্ট।
Read the full article in ENGLISH