Advertisment

৪৪২ দিন পরে ওয়ান-ডে টিমে জাদেজার প্রত্যাবর্তন

রোহিত শর্মার স্কোয়াডের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। এক বছর দু’মাস পর ওয়ান-ডে টিমে প্রত্যাবর্তন করলেন জাদেজা। ৪৪২ দিন পর তিনি ফিরলেন ওয়ান ডে টিমে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravindra Jadeja

৪৪২ দিন পরে ওয়ান-ডে টিমে জাদেজার প্রত্যাবর্তন

এই মুহূর্তে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের ম্য়াচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। রোহিত শর্মার স্কোয়াডের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। এক বছর দু’মাস পর ওয়ান-ডে টিমে প্রত্যাবর্তন করলেন জাদেজা। ৪৪২ দিন পর তিনি ফিরলেন ওয়ান ডে টিমে।

Advertisment

হার্দিক পাণ্ডিয়া পিঠের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় ফের পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে জাদেজাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ২০১৭-র ৬ জুলাই শেষবার দেশের হয়ে ওয়ান-ডে খেলেছিলেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবিনা পার্কে নেমেছিলেন তিনি।

লাইভ ম্য়াচের আপডেট জানুন: India vs Bangladesh LIVE Cricket Match Score: টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে ভারত

বাংলাদেশের বিরুদ্ধে জাদেজার খেলার কথা নিশ্চিত করেছেন ক্যাপ্টেন রোহিতই। টসের পর তিনি বললেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, হার্দিক চোট পেয়ে ছিটকে গেল। ওর পরিবর্তে জাদেজা এসেছে।” এদিন টস জিতে রোহিত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত জানালেন, “এখানে আমরা কয়েক’টা ম্যাচ খেলেছি। আমাদের কাছে বোলিং দিয়ে শুরু করাটাই স্বাচ্ছন্দ্যের। আমরা ফ্লাডলাইটে রান তাড়া করতে চাই। এটাই আমাদের শক্তি। ভারতে এরকম শুষ্ক পিচে আমরা খেলে অভ্যস্ত। ” বাংলাদেশ দলেও পরিবর্তন এসেছে। আগের ম্যাচে বিশ্রামে যাওয়া মুশফিকুর রহিম ফিরেছেন ভারতের বিরুদ্ধে।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচক কমিটি জানিয়ে দিয়েছিল যে, এই টুর্নামেন্টে আর হার্দিকের খেলা হচ্ছে না। বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন তিনি। পাণ্ডিয়ার পরিবর্তে দলে আসছেন দীপক চাহার। শুধু পাণ্ডিয়াই নন, চোটের জন্য বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলেরও আর এশিয়া কাপে খেলা হবে না। পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছেন অক্ষর। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে যে আঙুলে চিড় ধরেছে তাঁর। তাঁর পরিবর্তে আসছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অন্যদিকে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমে কোমরে আঘাত পেয়েছেন শার্দুল ঠাকুর। তাঁরও আর এই টুর্নামেন্টে খেলা হবে না। সিদ্ধার্থ কাউল আসছেন বদলি হিসেবে।

Asia Cup ODI Bangladesh Ravindra Jadeja
Advertisment