/indian-express-bangla/media/media_files/2025/06/16/5at04Sefsx4Rv6FVkWcu.jpg)
এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান
IND vs PAK Asia Cup 2025: এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল সম্মতি দেওয়ার পর থেকেই বিসিসিআই (BCCI) প্রবল সমালোচনার মুখে পড়েছে। প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria) প্রশ্ন তুলেছেন, যখন ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) খেলতে রাজি, তখন তারা সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) ম্যাচ থেকে কেন নিজেদের সরিয়ে নিয়েছিল। কানেরিয়ার অভিযোগ, ভারত নিজেদের সুবিধামতো দেশপ্রেমকে ব্যবহার করছে।
এই বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত হবে। মোট ৮টি দল অংশ নিচ্ছে, যাদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত, পাকিস্তান, ইউএই এবং ওমান রয়েছে গ্রুপ এ-তে এবং গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। সূচি অনুযায়ী, ভারত বনাম পাকিস্তানের গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার, ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরও পড়ুন পহেলগাঁওয়ের শহিদের প্রাণের দাম নেই?, ভারত-পাক ম্যাচ নিয়ে BCCI-কে তুলোধনা আজহারের
শনিবার রাতে দানিশ কানেরিয়া টুইট করে লেখেন, “ভারতীয় খেলোয়াড়রা WCL-এ অংশ নেননি এবং একে ‘জাতীয় কর্তব্য’ বলে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু এখন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা ঠিক আছে? যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলা ঠিক হয়, তাহলে WCL-ও হওয়া উচিত ছিল। আপনার সুবিধামতো দেশপ্রেমকে ব্যবহার করা বন্ধ করুন। খেলাকে খেলার মতো থাকতে দিন, প্রচার নয়।”
Indian players boycotted WCL and called it national duty. But now Asia Cup vs Pakistan is just fine? If cricket with Pakistan is okay, then WCL should’ve been too. Stop using patriotism when it suits you. Let sport be sport — not propaganda.
— Danish Kaneria (@DanishKaneria61) July 26, 2025
আরও পড়ুন এশিয়া কাপে ৩ বার মুখোমুখি ভারত-পাকিস্তান? বুঝে নিন গোটা সমীকরণ
যদিও এশিয়া কাপের আয়োজক বিসিসিআই, টুর্নামেন্টটি হচ্ছে নিরপেক্ষ ভেন্যু UAE-তে। ভারত ও পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত কেবলমাত্র নিরপেক্ষ মাঠেই ম্যাচ খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তবর্তী উত্তেজনার কারণে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সম্প্রচার চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে, যাতে সুপার ফোরে একে অপরের বিরুদ্ধে আরও একটি ম্যাচ হয় এবং যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তাহলে তৃতীয়বার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকবে।