India vs Pakistan: পহেলগাঁওয়ের শহিদের প্রাণের দাম নেই?, ভারত-পাক ম্যাচ নিয়ে BCCI-কে তুলোধনা আজহারের

Asia Cup 2025: একসময় ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম মহম্মদ আজহারউদ্দিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তোপ দেগেছেন। তিনি নিশানা করেছেন BCCI-কে।

Asia Cup 2025: একসময় ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম মহম্মদ আজহারউদ্দিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তোপ দেগেছেন। তিনি নিশানা করেছেন BCCI-কে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan: এশিয়া কাপে ভারত না থাকলে পেটে লাথি পড়বে পাকিস্তানের

India vs Pakistan: এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

Mohammed Azharuddin slams BCCI: একসময় ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin) এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে তোপ দেগেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কংগ্রেসে যোগ দেওয়া এই প্রাক্তন সাংসদ হাই-ভোল্টেজ এই ম্যাচ ঘিরে প্রশ্ন তুলেছেন।

Advertisment

আসলে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সভাপতি মহসিন নাকভি শনিবার ঘোষণা করেন যে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) পুরুষদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। এই প্রেক্ষিতেই আজহারউদ্দিন বলেন, “আমি সবসময় বলি, হয় সবকিছু হওয়া উচিত, নয়তো কিছুই না। যদি আপনারা দ্বিপাক্ষিক সিরিজ না খেলেন, তাহলে আন্তর্জাতিক টুর্নামেন্টেও ম্যাচ হওয়া উচিত নয়।”

আরও পড়ুন এশিয়া কাপে ৩ বার মুখোমুখি ভারত-পাকিস্তান? বুঝে নিন গোটা সমীকরণ

Advertisment

সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL)-এ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় প্রাক্তন খেলোয়াড়দের ম্যাচ থেকে সরে আসা নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। আজহার বলেন, “এটা বোর্ড ও সরকারের বিষয়। লেজেন্ডস লিগ কোনও অফিসিয়াল টুর্নামেন্ট নয়, একে ICC বা BCCI-র স্বীকৃতি নেই। এটা বেসরকারি আয়োজন। কিন্তু এশিয়া কাপ ACC-এর অধীনে হয় এবং এটি একটি অফিসিয়াল টুর্নামেন্ট।”

১৪ সেপ্টেম্বর শুরু হতে চলা এই এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে এবং যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে পরবর্তী রবিবার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরে আবারও এই দুই দল মুখোমুখি হতে পারে।

ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ভারতের সব ম্যাচই সম্ভবত দুবাইয়ে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, ইউএই এবং ওমান। অন্যদিকে, গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং।

আরও পড়ুন ভারত-পাকিস্তান মহারণ এবার মরুদেশে! এশিয়া কাপে বড় চমক, জানুন কোথায় হবে রুদ্ধশ্বাস লড়াই

বলে রাখা ভাল, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপড়েন চলছে। সেই কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। বর্তমানে কেবলমাত্র ICC ও ACC-এর টুর্নামেন্টেই দুই দেশের মধ্যে ম্যাচ হয়।

BCCI Mohammed Azharuddin Asia Cup 2025 India vs Pakistan