/indian-express-bangla/media/media_files/2025/08/27/online-gaming-bill-2025-08-27-02-38-09.jpg)
চূড়ান্ত বেকায়দায় ভারতীয় ক্রিকেট দল
Indian Cricket Team: কয়েকদিন আগেই সংসদে কেন্দ্রীয় সরকার Online Gaming Bill 2025 পাস করিয়েছে। আর সেকারণেই এবার Dream11-এর মতো অ্যাপগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। বিগত কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর ছিল এই ড্রিম ইলেভেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে বিসিসিআই (BCCI) নির্দিষ্ট মেয়াদের এক বছর আগেই চুক্তি বাতিল করে দিয়েছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটাররাও এই অনলাইন গেমিং অ্যাপ থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন। সেটা এবার বন্ধ হয়ে যাবে। মোদ্দা কথা, সরকারের এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বিশাল আর্থিক লোকসানের ধাক্কা খেতে চলেছে।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে বাতিল Dream 11-এর চুক্তি! কত টাকা লোকসানের মুখে পড়বে টিম ইন্ডিয়া?
এশিয়া কাপের আগে বড়সড় লোকসানের মুখে ভারতীয় ক্রিকেটাররা
ড্রিম ইলেভেন এবং বিসিসিআই-এর সম্পর্ক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর সেকারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে। টিম ইন্ডিয়ার প্রায় প্রত্যেক ক্রিকেটারই এই অনলাইন গেমিং অ্যাপের প্রমোশন করছিলেন। এই পরিস্থিতিতে বিল আসার পর ক্রিকেটাররাও বড় লোকসানের মুখে পড়তে চলেছেন। ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, এই বিল পাস হওয়ার কারণে ভারতীয় ক্রিকেটাররা ১৫০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন। বিরাট কোহলির আনুমানিক ১০ কোটি এবং ধোনির ৬ থেকে ৭ কোটি টাকার ক্ষতি হতে পারে।
লোকসান হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও
টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর ড্রিম ইলেভেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি অ্যাপ বন্ধ হতে পারে। সেকারণে আইপিএল টুর্নামেন্টের উপরেও আশঙ্কার কালো মেঘ ঘুরপাক খেতে শুরু করেছে। সূত্রের খবর, আইপিএল টুর্নামেন্টের প্রত্যেকটা মরশুমের জন্য মাই ইলেভেন সার্কেল বিসিসিআইকে ১২৫ কোটি টাকা দিয়ে থাকে। এমন পরিস্থিতিতে এই চুক্তিটাও বাতিল করে দেওয়া হতে পারে। সেকারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দু'দিক থেকেই লোকসান হতে পারে। এর পাশাপাশি KKR, LSG এবং SRH-এর মতো দলগুলোও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। অন্য দলগুলোরও লোকসানের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী পদক্ষেপ কী হতে চলেছে, সেটাই আপাতত দেখার।