/indian-express-bangla/media/media_files/2025/08/25/bcci-dream-11-2025-08-25-10-57-53.jpg)
ড্রিম ইলেভেনের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করল বিসিসিআই
Asia Cup 2025: লোকসভা এবং রাজ্যসভায় ইতিমধ্যে অনলাইন গেমিং বিল পাশ করিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পর বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। পাশাপাশি, Dream 11-এর মতো সংস্থাও বড়সড় ধাক্কার মুখে পড়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিশিয়াল স্পনসর হিসেবে প্রথমবার যোগ দিয়েছিল এই ড্রিম ইলেভেন। এই চুক্তির অঙ্ক ছিল ৩৫৮ কোটি টাকা।
প্রসঙ্গত, বিসিসিআই এবং ড্রিম ইলেভেনের মধ্যে তিন বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছিল। অর্থাৎ, ২০২৬ সালের মার্চ মাসে এমনিতেই চুক্তি শেষ হয়ে যেত। এই পরিস্থিতিতে ভারতে অনলাইন মানি গেম বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেইসঙ্গে BCCI-ও ড্রিম ইলেভেনের সঙ্গে যাবতীয় স্পনসরশিপ চুক্তি আপদকালীন ভিত্তিতে বাতিল করে দিয়েছে। অনলাইন গেমিং বিলের পর এই সংস্থা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিসিসিআই এবং ড্রিম ইলেভেনের মধ্যে এই চুক্তির মেয়াদ আর ১ বছরেরও কম সময় বাকি রয়েছে। এই পরিস্থিতিতে ৩৫৮ কোটির শতকরা ৫০ ভাগ তো বিসিসিআই ইতিমধ্যেই নিজেদের পকেটে পুরে ফেলেছে। তবে একথাও সত্যি যে ড্রিম ইলেভেনের সঙ্গে এই চুক্তি বাতিল হওয়ার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। কারণ নতুন স্পনসর খোঁজা তো আর মুখের কথা নয়!
Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন
মুখ খোলেননি ড্রিম স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট
যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং ড্রিম ইলেভেন কেউই এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি খবর অনুসারে, আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সিতে আর স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনের লোগো দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ, ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়া যে কোনও স্পনসর ছাড়াই খেলতে যাবে, তা একপ্রকার বলা যেতেই পারে। এই প্রসঙ্গে ড্রিম স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট পূজা সবরওয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি কোনও মন্তব্য করতে চাননি।
নতুন স্পনসর খুঁজছে বিসিসিআই!
তবে শোনা যাচ্ছে, বিসিসিআই নাকি ইতিমধ্যে নতুন স্পনসরের জন্য খোঁজ শুরু করে দিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। যদি তার আগে বিসিসিআই কোনও স্পনসর জোগাড় করতে না পারে, তাহলে টিম ইন্ডিয়ার জার্সিতে কোনও সংস্থার নাম দেখতে পাওয়া যাবে না।
অন্যদিকে, আইপিএল টুর্নামেন্টেও ড্রিম ইলেভেনের একটা বড়সড় উপস্থিতি রয়েছে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই চুক্তি রয়েছে এই সংস্থাটির। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকেও এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দেখা যায়। এই তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহকে। ২০২০ সালে চিনের সংস্থা ভিভো নাম প্রত্যাহার করার পর আইপিএল টুর্নামেন্টের টাইটেল স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনকে দেখা গিয়েছিল।