Asia Cup final IND vs PAK: খেলা শুরুর আগেই হার স্বীকার পাকিস্তানের! আক্রম বললেন, 'ভারতই ফেভারিট...'

Asia Cup 2025 Final: হাতে আর একেবারে বেশি সময় নেই। কয়েকঘণ্টার মধ্যে শুরু হচ্ছে ২০২৫ টি-২০ এশিয়া কাপ ফাইনাল। ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান।

Asia Cup 2025 Final: হাতে আর একেবারে বেশি সময় নেই। কয়েকঘণ্টার মধ্যে শুরু হচ্ছে ২০২৫ টি-২০ এশিয়া কাপ ফাইনাল। ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Wasim Akram on India vs Pakistam Match

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন ওয়াসিম আক্রম

India vs Pakistan: হাতে আর একেবারে বেশি সময় নেই। কয়েকঘণ্টার মধ্যে শুরু হচ্ছে ২০২৫ টি-২০ এশিয়া কাপ ফাইনাল (Asia Cup 2025 Final)। ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। আর এই ম্য়াচ শুরুর আগেই একটি বড়সড় মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস তারকা ওয়াসিম আক্রম (Wasim Akram)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ফরম্য়াটে যে কোনও ফলাফলই হতে পারে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে কোনওক্রমে জয়লাভ করেছিল পাকিস্তান ক্রিকেট দল। এবার সেই জয়ের ধারাবাহিকতাকেই এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ সলমান আলি আগাকে দিলেন ওয়াসিম আক্রম।

Advertisment

India vs Pakistan News Update: 'ধুর, ওদের কোনও কোয়ালিটি নেই...', পাকিস্তানকে 'দুচ্ছাই' ভারতীয় সুপারস্টারের

পাক পেসারদের উপর নজর রয়েছে ক্রিকেট বিশ্বের

গত বৃহস্পতিবার বাংলা টাইগারদের বিরুদ্ধে ১৩৬ রান ডিফেন্ড করেছিল পাকিস্তান। এবার হাইভোল্টেজ ফাইনাল ম্য়াচে তারা ভারতে (Indian Cricket Team)র বিরুদ্ধে খেলতে নামবে। তবে এই ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার আগে পাকিস্তানের পেস বোলারদের উপর অবশ্য সকলের নজর রয়েছে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। গত ম্য়াচে তাঁরা দুজনেই তিনটে করে উইকেট শিকার করেছিলেন।

Advertisment

India vs Pakistan Asia Cup Final: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় খবর, না শুনলে চরম মিস!

পাকিস্তানকে স্পেশাল টিপস আক্রমের

ফাইনাল ম্য়াচের আগে বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যমকে আক্রম বললেন, 'আমি আশা করব, রবিবারও পাকিস্তান এভাবেই বল করত পারবে। আর দেখুন, এটা ভারত বনাম পাকিস্তানের লড়াই। রবিবার অবশ্যই ভারত ফেভারিট হবে। তবে আপনারা সকলেই একথা জানেন যে টি-২০ ফরম্য়াটে কখন-কী ঘটে যায়, সেটা আগে থেকে কখনই বলা সম্ভব নয়। আগেও এমন নজির বহুবার কায়েম হয়েছে। একটা ভাল ইনিংস কিংবা একটা স্পেল গোটা ম্য়াচের রং বদলে দিতে পারে। এই আত্মবিশ্বাসে ভর করেই পাকিস্তানের এগিয়ে যাওয়া উচিত। রবিবারও এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। আবেগের বশে নয়, বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলা উচিত।'

India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!

'চাপে পড়তে পারে ভারতের মিডল অর্ডার'

পাকিস্তানের এই কিংবদন্তী পেস তারকা আরও যোগ করেছেন, পাকিস্তানি বোলাররা টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে অগ্নিপরীক্ষার মুখে ফেলতে পারে। যদি শুরুতেই পাকিস্তানি বোলাররা বেশ কয়েকটা উইকেট তুলে নিতে পারেন, যদি শুভমান গিল এবং অভিষেক শর্মাকে (Abhishek Sharma) আউট করে দেওয়া যায়, তাহলে ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার অবশ্যই চাপে পড়ে যাবে।

India vs Pakistan Asia Cup 2025 Final: ভারতের সামনে 'নস্যি' পাকিস্তান! জানেন কতবার জিতেছে এশিয়া কাপ?

আক্রমের কথায়, 'সাধারণত শুরুর দিকে দুটো উইকেট, বিশেষ করে অভিষেক শর্মা এবং শুভমান গিল, শিকার করতে পারলেই ভারতীয় ক্রিকেট দল ব্যাকফুটে চলে যাবে। তখন লড়াইটা বেশ কাঁটায়-কাঁটায় হবে। আমি আশা করব, শেষপর্যন্ত যে দল ভাল খেলবে, তারাই জয়লাভ করবে।'

এর আগে অবশ্য দুটো দলই এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং সুপার ফোর স্টেজে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর দু'বারই ভারতীয় ক্রিকেট দল একতরফা জয়লাভ করেছে। সেকারণে ফাইনাল ম্য়াচেও যে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে থাকবে, তা বলা যেতেই পারে।

Abhishek Sharma Wasim Akram Asia Cup 2025 Final India vs Pakistan