/indian-express-bangla/media/media_files/2025/09/27/india-vs-pakistan-asia-cup-final-2025-09-27-15-38-20.jpg)
২০২৫ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামছে ভারত এবং পাকিস্তান
India vs Pakistan: আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) চলতি টি-২০ এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনাল (Asia Cup 2025 Final) ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারত-পাকিস্তান 'মহারণ' কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে।
Indian Cricket Team: ফাইনালের আগে ভয়ঙ্কর দুর্ঘটনা, চোটে কাহিল ভারতের তারকা ব্যাটার
প্রথম ২ বারই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত ফর্মে রয়েছে। ইতিপূর্বে পাকিস্তানকে তারা চলতি এশিয়া কাপেই ২ বার পরাস্ত করেছে। এবার জয়ের হ্যাটট্রিক করার পাশাপাশি টিম ইন্ডিয়া নবমবার এশিয়া কাপের ট্রফি নিজেদের হাতে তুলে নিতে চায়। অন্যদিকে, পাকিস্তানের সামনেও রয়েছে সুযোগ। ভারতকে হারিয়ে তারা প্রথমবার টি-২০ এশিয়া কাপের খেতাব জয় করতে পারে। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে, দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।
India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!
ফাইনাল ম্য়াচের জন্য কীভাবে কাটবেন টিকিট?
এই টুর্নামেন্টে গত ম্য়াচগুলোর মতোই ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্য়াচের টিকিট অনলাইনে মূলত পাওয়া যাচ্ছে। সমর্থকরা PlatinumList.net ওয়েবসাইট থেকে এই ম্য়াচের টিকিট কাটতে পারেন। জেনারেল টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। তবে আপাতত কয়েকটা প্রিমিয়াম টিকিট পড়ে রয়েছে। জানা গিয়েছে, এক একটি প্রিমিয়াম টিকিটের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৮,৮৪৪ টাকা।
India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই
অফলাইনেও কাটা যাচ্ছে টিকিট
অন্যদিকে, প্যাভিলিয়ন আসনের মূল্য আনুমানিক ২২,৬১৩ টাকা থেকে শুরু হচ্ছে। যাঁরা আবার ভিআইপি বক্সে বসে খেলা দেখতে চান, তাঁরা অবশ্য ভিআইপি লাউঞ্জের টিকিট কাটতে পারেন। এই টিকিটের দাম আনুমানিক ২,৭৬,৩৭৯ টাকা। এর পাশাপাশি গ্র্যান্ড লাউঞ্জ এবং বাউন্ডারি লাউঞ্জের টিকিটও অনলাইনে বিক্রি হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনলাইন ছাড়াও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। সেখান থেকেও আপনারা অফলাইনে এই ম্য়াচের টিকিট কাটতে পারেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us