/indian-express-bangla/media/media_files/2025/09/27/india-vs-pakistan-18-2025-09-27-11-49-11.jpg)
রবিবাসরীয় ফাইনালে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025 Final) ফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। টিম ইন্ডিয়ার কাছে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার ব্যাটন থাকবে সূর্যকুমার যাদবের হাতে, অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সলমান আলি আগা। ভারত ইতিমধ্যে এই টুর্নামেন্টে ২ বার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।
India vs Pakistan: বাংলাদেশকে হারিয়েই 'লম্ফঝম্প', ভারতকে হারানোর দিবাস্বপ্ন দেখছে পাকিস্তান!
ভারত ৮ বার জিতেছে এশিয়া কাপের খেতাব
ভারতীয় ক্রিকেট দল সবথেকে বেশি এশিয়া কাপের খেতাব জয় করেছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত মোট ৮ বার (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ এবং ২০২৩) এশিয়া কাপের ট্রফি হাতে নিয়েছে। এরমধ্যে ৭ বার ওয়ানডে ফরম্যাটে এবং একবার টি-২০ ফরম্যাটে। অন্যদিকে, শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে ৬ বার।
India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই
পাকিস্তান ক্রিকেট দল এখনও ২ বারই জিতেছে এশিয়া কাপ
এশিয়া কাপের খেতাব জেতার তালিকায় সবচেয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান। তারা এখনও পর্যন্ত ২ বারই এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। ২০০০ সালে আয়োজিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ক্রিকেট দল ৩৯ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সেইসঙ্গে জিতেছিল খেতাব। সেইসময় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মইন খান। এরপর মিসবাহ উল হকের নেতৃত্বে ২০১২ সালে ফের তারা এশিয়া কাপ জয় করে।
India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের
এশিয়া কাপে প্রথমবার IND vs PAK ফাইনাল
১৯৮৪ সালে প্রথমবার এশিয়া কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত মোট ১৬ মরশুমে এই ক্রিকেট প্রতিযোগিতা পা রেখেছে। কিন্তু, এই প্রথমবার এমন বিরল দৃশ্য দেখা যাচ্ছে যে ফাইনাল ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ইতিপূর্বে, ফাইনাল ম্য়াচে কখনও এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামেনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us