Asia Cup 2025 নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় থাকা ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ যে এবারও দেখা যাবে, তার পথ প্রায় প্রশস্ত হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সূত্রে জানা যাচ্ছে, এবারের আসর আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। শীঘ্রই টুর্নামেন্টের নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)।
কেন UAE-তে আয়োজন?
২০২৫ সালের এশিয়া কাপের (Asia Cup 2025) আয়োজক ভারত। কিন্তু সম্প্রতি পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা (Pahalgam Terror Attack) এবং 'অপারেশন সিন্দুর'-এর (Operation Sindoor) পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিবেশ। ফলে, পাকিস্তানকে ভারতে এনে ম্যাচ আয়োজন কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ফলে সমাধান হিসেবে, BCCI সিদ্ধান্ত নিয়েছে, তাদের আয়োজনে হলেও এবারের টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারতের ম্যাচগুলি মূলত দুবাইতেই হবে।
আরও পড়ুন এশিয়া কাপ বয়কট করবে ভারত? হাত মিলিয়ে 'শকুনির চাল' পাকিস্তান-বাংলাদেশের!
কখন শুরু টুর্নামেন্ট?
ACC-র সাম্প্রতিক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ২৫টি সদস্য দেশ উপস্থিত ছিল। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন BCCI-র সহ-সভাপতি রাজীব শুক্লাও। বৈঠক শেষে এক ACC কর্তা জানান, “BCCI এবার এশিয়া কাপের আয়োজক, কিন্তু ম্যাচগুলি UAE-তে হবে। ভারতের সব ম্যাচ দুবাইয়ে। সময়সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।” সম্ভাবনা রয়েছে, টুর্নামেন্ট হবে ৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে।
আরও পড়ুন বাংলাদেশ যেতে 'অরুচি' ভারতের, এশিয়া কাপের ভবিষ্যৎ বিশ বাঁও জলে!
ভারত-পাকিস্তান মহারণ কি নিশ্চিত?
CNN-News18-কে দেওয়া এক সাক্ষাৎকারে BCCI সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “আগামী কিছু দিনের মধ্যেই এশিয়া কাপের সূচি ঘোষণা হবে। রাজীব শুক্লা ACC বৈঠকে অংশ নিয়েছেন, সমস্ত সদস্যদের তথ্য দিয়েছেন। শীঘ্রই অফিসিয়াল ঘোষণা হবে।” অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধু সময়ের অপেক্ষা।
ACC-র প্রতিক্রিয়া
ACC সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ভারত-পাক ম্যাচ নিয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, “আমরা শীঘ্রই ঘোষণা করব। BCCI-র সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। কিছু বিষয় দ্রুত মেটানো হবে।”
আরও পড়ুন এশিয়া কাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? সামনে এল বড় আপডেট
এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুুক্ত আরব আমিরশাহি, ওমান এবং হংকং। এখন দেখার, ভারত-পাক (India vs Pakistan) মহারণ কি গ্রুপ ম্যাচেই হবে, না কি ফাইনালেই গড়াবে সেই ‘মহাযুদ্ধ’?