Asia Cup 2025 Updates: এশিয়া কাপ বয়কট করবে ভারত? হাত মিলিয়ে 'শকুনির চাল' পাকিস্তান-বাংলাদেশের!

Asia Cup 2025 Updates: আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল অংশগ্রহণ নাও করতে পারে। সম্প্রতি এমন এক আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। কী কারণে তৈরি হল অনিশ্চয়তা? আসুন, জেনে নেওয়া যাক।

Asia Cup 2025 Updates: আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল অংশগ্রহণ নাও করতে পারে। সম্প্রতি এমন এক আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। কী কারণে তৈরি হল অনিশ্চয়তা? আসুন, জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Asia Cup 2025

এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা

Asia Cup 2025: আসন্ন এশিয়া কাপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আগামী ২৪ জুলাই বাংলাদেশের ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) যে বৈঠক আয়োজন হওয়ার কথা ছিল, আচমকাই তা অনিশ্চিত হয়ে পড়েছে। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পাশাপাশি বেশ কয়েকটি অন্য দেশের ক্রিকেট বোর্ডও এই বৈঠকে যোগদান করার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছে।

Advertisment

বিসিসিআই তো আগেই জানিয়ে দিয়েছিল. ঢাকায় আয়োজিত ACC-র এই বৈঠকে যদি কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে ২০২৫ এশিয়া কাপ আদৌ আয়োজন করা সম্ভব হবে কি না, সেটা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Asia Cup 2025: ২২০ কোটি টাকার ধাক্কা! ভারত এশিয়া কাপে না থাকলে 'ভাতে মরবে' পাকিস্তান! কীভাবে জেনে নিন

Advertisment

বৈঠকে যেতে অস্বীকার BCCI-এর

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতিমধ্যে নাকি এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভিকে আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে দিয়েছে, যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় আয়োজন করা হয়, তাহলে তারা অংশগ্রহণ করবে না। ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে বড় খবর, আনন্দে নাচছেন ভারতীয় সমর্থকরা

ভারত ছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান ক্রিকেট বোর্ডও এই বৈঠক বয়কট করতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, এই তিনটে দেশও বাংলাদেশে বৈঠক আয়োজন করার ব্যাপারে আপত্তি তুলতে শুরু করেছে। এরপরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান মহসিন নকভি ঢাকাতেই বৈঠক আয়োজন করার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

Asia Cup 2025: এশিয়া কাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? সামনে এল বড় আপডেট

স্থগিত হয়ে যাবে এশিয়া কাপ?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সংবিধান অনুসারে, যদি টুর্নামেন্টে আয়োজনকারী প্রধান সদস্য দেশগুলো বৈঠকে অংশগ্রহণ না করে, তাহলে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই পরিস্থিতি বৈঠক হতে পারে অমীমাংসিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এশিয়া কাপও এই বৈঠক অন্যতম প্রধান আলোচনার বিষয়। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকের জন্য আপাতত আর ৫ দিন বাকি রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এখনও পর্যন্ত বৈঠকের স্থান পরিবর্তন করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। 

Asia Cup 2025 News: বাংলাদেশ যেতে 'অরুচি' ভারতের, এশিয়া কাপের ভবিষ্যৎ বিশ বাঁও জলে!

সংবাদসংস্থা ANI-এর একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, 'বৈঠকের আয়োজন ঢাকা থেকে একমাত্র সরানো হলেই এশিয়া কাপ আয়োজন করা হবে। এসিসি চেয়ারম্য়ান মহসিন নকভি ভারতের উপর ইচ্ছাকৃত চাপ বাড়ানোর চেষ্টা করছেন। ইতিপূর্বে, বৈঠকের আয়োজনস্থল পরিবর্তন করার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এসিসি চেয়ারম্য়ানকে। কিন্তু, কোনও জবাব পাওয়া যায়নি। যদি মহসিন নকভি শেষপর্যন্ত ঢাকাতেই বৈঠকের আয়োজন করেন. তাহলে বিসিসিআই এশিয়ার কাপ সংক্রান্ত যে কোনও প্রস্তাব বয়কট করতে পারে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সালের অগাস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিসিসিআই জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ সফরে যাবে না।

BCCI Asia Cup 2025