Sourav Ganguly on IND vs PAK Match Controversy: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। পহেলগাঁও সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এমনকী খেলাধুলাও বাদ। আর এরই মধ্যে এশিয়া কাপে মুখোমুখি হবে দুই পড়শি দেশ। যা নিয়ে দেশবাসী ব্যাপক ক্ষুব্ধ। দেশপ্রেমের আগে কি ক্রিকেট আর ব্যবসা, এই প্রশ্নে কটাক্ষের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বোর্ডকে তুলোধনা করছেন। আবার অনেকেই চাইছেন খেলা হোক।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) মতে, ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ক্রিকেট ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত ছিল, তাতে অটল থাকা উচিত ছিল। তাঁর মতে, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।
আরও পড়ুন ভুয়ো দেশপ্রেম বন্ধ করুক BCCI, ভারত-পাক ম্যাচ নিয়ে ধুয়ে দিলেন পাকিস্তানের তারকা
অন্যদিকে, আরেক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই প্রসঙ্গে বলেন, “আমাদের সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, কিন্তু খেলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক, কিন্তু তবুও খেলা চালিয়ে যাওয়া উচিত। সন্ত্রাসবাদ হওয়া উচিত নয়, আর সেটা বন্ধ করতেই হবে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে... ম্যাচ খেলা উচিত।”
আজহারউদ্দিন বলেন, “আমি সব সময়ই বলে এসেছি, যদি কিছু একটা করতে হয়, তাহলে তা পুরোপুরি করা উচিত। যদি দ্বিপাক্ষিক ম্যাচ না খেলা হয়, তাহলে আন্তর্জাতিক ম্যাচও খেলা উচিত নয়, এটাই আমার বিশ্বাস। তবে সরকার ও বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে।”
আরও পড়ুন পহেলগাঁওয়ের শহিদের প্রাণের দাম নেই?, ভারত-পাক ম্যাচ নিয়ে BCCI-কে তুলোধনা আজহারের
এশিয়া কাপের সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার, ১৪ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান রয়েছে গ্রুপ ‘এ’-তে। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।