/indian-express-bangla/media/media_files/2025/05/20/9xDxntyC9mayKP1l1MVQ.jpg)
India vs Pakistan: এশিয়া কাপে ভারত না থাকলে পেটে লাথি পড়বে পাকিস্তানের
Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। চলতি বছর এই টুর্নামেন্ট টি-২০ ফরম্যাটে আয়োজন করা হবে। সেকারণে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন না। আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। এরপরই রয়েছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতী এবং পাকিস্তানের লড়াই আয়োজন করা হবে। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে। কারণ ভারতীয় ক্রিকেট সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটারদের একাংশ চান না যে টিম ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে কোনও ম্য়াচ খেলুক। এখনও পর্যন্ত এই ম্য়াচের টিকিট বিক্রি শুরু হয়নি। যদিও টিকিটের কালোবাজারি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
Asia Cup 2025 Timing: বদলে গেল ২০২৫ এশিয়া কাপের সময়! না জানলে চরম মিস
১৫ লাখ টাকায় পাওয়া যাচ্ছে ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট
একটি রিপোর্ট অনুসারে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের টিকিট ব্ল্যাক মার্কেটে আনুমানিক ১৫ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে আমিরাত ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং সিস্টেম সুভান আহমেদ ইতিমধ্যেই সমর্থকদের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন কোনও ভুয়ো ওয়েবসাইটের খপ্পরে না পা দেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও এই ব্যাপারে অ্যালার্ট জারি করেছে। সমর্থকদের পরামর্শ দেওয়া হয়েছে, যখন থেকে টিকিট বিক্রি শুরু হবে, তখন যেন অফিশিয়াল ওয়েবসাইট থেকেই টিকিট কেনা হয়। রিপোর্ট অনুসারে, আগামী ২ দিনের মধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়াকে নিয়ে বড় খবর, তুলকালাম চারদিকে
৩ বার হতে পারে ভারত-পাকিস্তান ম্য়াচ
২০২৫ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল তিনবার একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে। প্রথমবার তো আগামী ১৪ সেপ্টেম্বর তারা খেলতে নামবে। এরপর আগামী ২১ সেপ্টেম্বর আবারও এই দুই দলের মধ্যে লড়াই দেখা যেতে পারে। এর পাশাপাশি দুটো দল যদি ফাইনালের জন্য কোয়ালিফাই করে, সেক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর এই দুই দল ফের একে অপরের বিরুদ্ধে খেলতে পারে।
6 Active Players Win Asia Cup: এই ৬ সক্রিয় ভারতীয় ক্রিকেটার জিতেছেন এশিয়া কাপের খেতাব, দেখুন ছবিতে
পহেলগাঁও জঙ্গি হানার পর ভারতীয় সমর্থকদের ক্ষোভ
আসলে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক আক্রোশ অনেকটাই বেড়ে গিয়েছে। এরপর থেকই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করছেন, এই দুই দেশের মধ্যে যেন কোনও ক্রিকেট ম্য়াচ আয়োজন না করা হয়। ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসেও এর প্রভাব দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে ভারতীয় ক্রিকেটাররা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে ম্য়াচ তারা বয়কট করছে।