/indian-express-bangla/media/media_files/2025/08/19/indian-cricket-team-2-2025-08-19-15-50-41.jpg)
এশিয়া কাপের জন্য় ঘোষিত ভারতীয় ক্রিকেট দল
Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে আফগানিস্তান এবং হংকং খেলতে নামবে। অন্যদিকে, আগামী ১০ সেপ্টেম্বর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) তাদের প্রথম ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচটি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হবে। তবে টিম ইন্ডিয়ার দুবাই যাত্রা নিয়ে একটা নয়া রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়া নাকি একসঙ্গে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে না।
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের আগে বড় ধাক্কা, মাথায় হাত টিম ইন্ডিয়ার
কেন একসঙ্গে দুবাই রওনা দেবে না টিম ইন্ডিয়া
গত ১৯ অগাস্ট বিসিসিআই ২০২৫ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, টিম ইন্ডিয়া কবে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে? সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা একসঙ্গে দুবাই যাত্রা করবে না। আসলে, ক্রিকেটারদের যাত্রার সুবিধার্থেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় ক্রিকেটাররা দুবাই পৌঁছে যাবেন। টিম ইন্ডিয়ার প্রথম নেট সেশন আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যাত্রার সুবিধার কারণে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের শহর থেকেই বিমান ধরতে বলা হয়েছে।'
Asia Cup 2025: এশিয়া কাপের আগে বাতিল Dream 11-এর চুক্তি! কত টাকা লোকসানের মুখে পড়বে টিম ইন্ডিয়া?
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'অন্য আন্তর্জাতিক বিমানের তুলনায় দুবাই পৌঁছতে অনেকটাই কম সময় লাগে। কয়েকজন ক্রিকেটার স্পষ্ট জানিয়েছেন, মুম্বই এসে তারপর ফের বিমান ধরার কোনও মানে হয় না। সেকারণেই ক্রিকেটারদের বলা হয়েছে, তাঁরা যেন নিজেদের শহর থেকেই বিমান ধরে নেন।' ইতিপূর্বে, টিম ইন্ডিয়া যখনই কোনও বড় ইভেন্টে যোগ দিত, সেইসময় গোটা দল আগে মুম্বইয়ে একত্রিত হত। তারপর সেখান থেকে বিমান ধরত ভারতীয় ক্রিকেট দল।
Bangladesh in Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ, ঠাঁই হল না এই তারকা অলরাউন্ডারের
দুবাইয়ে ২ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল প্রথম ২ ম্য়াচ দুবাইয়ে খেলবে। আগামী ১০ সেপ্টেম্বর তারা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবে। দ্বিতীয় ম্য়াচ আগামী ১৪ সেপ্টেম্বর খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এই দুটো ম্য়াচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।