Asia Cup 2025: এশিয়া কাপে এবার 'খেলা হবে', ভারতের এই ৫ ক্রিকেটারই হবেন ট্রাম্পকার্ড?

India Cricket Team: নিজের ইউটিউব চ্যানেলে অজিঙ্কা রাহানে সম্প্রতি ২০২৫ এশিয়া কাপ নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে আলোচনা করেন। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

India Cricket Team: নিজের ইউটিউব চ্যানেলে অজিঙ্কা রাহানে সম্প্রতি ২০২৫ এশিয়া কাপ নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে আলোচনা করেন। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (13)

প্রস্তুতি সারছে ভারতীয় ক্রিকেট দল

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে খেলা হবে। মোট আটটা দল অংশগ্রহণ করছে। দুটো গ্রুপে চারটে করে দল খেলবে। ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) গ্রুপ এ'তে রয়েছে। এই একই গ্রুপে রয়েছে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দল গত ৪ সেপ্টেম্বরই দুবাই পৌঁছে গিয়েছিল। এই টুর্নামেন্টে তারা প্রথম ম্য়াচ আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ক্রিকেটার অজিঙ্কা রাহানের একটি বড়সড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। তিনি ভারতের এমন ৫ ক্রিকেটারকে নিয়ে কথা বললেন, আসন্ন এশিয়া কাপে যাঁদের পারফরম্য়ান্স গুরুত্বপূর্ণ হতে চলেছে।  

Advertisment

Indian Cricket Team: শতাধিক টেস্ট খেললেও কখনও নেতৃত্ব দেননি টিম ইন্ডিয়াকে! চেনেন এই ৫ ক্রিকেটারকে?

হার্দিক এবং বুমরাহের পারফরম্য়ান্স যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে

নিজের ইউটিউব চ্যানেলে অজিঙ্কা রাহানে সম্প্রতি ২০২৫ এশিয়া কাপ নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে আলোচনা করেন। রাহানের কথায়, হার্দিক পান্ডিয়ার ভূমিকা এই টুর্নামেন্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। একজন অলরাউন্ডার হিসেবে তিনি যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারেন। রাহানের আশা, হার্দিক এই টুর্নামেন্টে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন। অন্যদিকে, আসন্ন টুর্নামেন্টে বুমরাহের পারফরম্য়ান্স দেখার জন্যও মুখিয়ে রয়েছেন অজিঙ্কা। কারণে অনেকদিন পর টি-২০ ফরম্য়াটে কামব্য়াক করেছেন টিম ইন্ডিয়ার এই পেস তারকা। রাহানের কথায়, 'ও একজন ম্য়াচ জেতানো ক্রিকেটার। একথা আর আলাদা করে বলার দরকার পড়ে না।'

Advertisment

Indian Cricket Team: গম্ভীরের খামখেয়ালিপনায় 'বদল' ভারতীয় ক্রিকেটে! এবার কার রাজত্ব চলবে টিম ইন্ডিয়ায়?

আর্শদীপের বোলিং হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ

২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের জন্য় আর্শদীপ সিংয়ের পারফরম্যান্সও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহানের মুখে আর্শদীপের কথাও শুনতে পাওয়া গেল। তিনি বললেন, 'বুমরাহের পাশাপাশি আর্শদীপ সিং কেমন পারফরম্য়ান্স করে, সেটা দেখার জন্যও আমি মুখিয়ে রয়েছে। ও দু'দিকেই বল সুইং করাতে পারে। পাশাপাশি নতুন বল হাতে ইয়র্কারও করতে পারে। এই পরিস্থিতিতে প্রাথমিক ওভারগুলোয় ও টিম ইন্ডিয়ার শানিত অস্ত্র হতে পারে। সেকারণে আর্শদীপের উপর সকলেরই নজর থাকবে।'  এর পাশাপাশি তিনি সূর্যকুমার যাদব এবং অক্ষর প্যাটেলের নামও উল্লেখ করেছেন। রাহানের কথায়, এই দুজনের পারফরম্য়ান্সও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Indian Cricket Team Asia Cup 2025