/indian-express-bangla/media/media_files/2025/08/20/gautam-gambhir-and-suryakumar-yadav-2025-08-20-14-33-51.jpg)
গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব
Indian Cricket Team: আগামী মাস থেকে শুরু হতে চলেছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। প্রতিযোগিতার সূচি তো আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। এবার প্রত্যেকটা দলও নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে গত মঙ্গলবার (১৯ অগাস্ট) টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এই স্কোয়াডকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দল ঘোষণা হওয়ার পর থেকে এমন কথাও শোনা যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটে একটা বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে কার একচ্ছত্র রাজত্ব চলবে? আসুন, গোটা সমীকরণটা বুঝে নেওয়া যাক।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গিলকে দেওয়া হল গুরুত্বপূর্ণ দায়িত্ব
আসন্ন এশিয়া কাপের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। দল ঘোষণা করার সময় সামনে আসেন মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। বিভিন্ন প্রশ্নের জবাবও তাঁরাই দেন। অধিনায়কত্বের ব্যাটন তো সূর্যকুমার যাদবের হাতেই থাকার কথা ছিল। কিন্তু, সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে নিয়ে আসা হয়েছে। ইতিপূর্বে, এই দায়িত্বটা ছিল অক্ষর প্যাটেলের কাঁধে। এই স্কোয়াডে অক্ষর প্যাটেলের নাম রাখা হলেও, একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই তিনি খেলতে নামবেন। অর্থাৎ, শুভমান গিলের উপর দায়িত্ব যে আগের তুলনায় অনেকটাই বেড়ে গেল, তা বলা যেতেই পারে।
Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন এই ৫ ক্রিকেটার!
শুভমান টেস্ট ক্রিকেটে অধিনায়ক, ওয়ানডেতে সহ অধিনায়ক
রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর শুভমান গিলের কাঁধে টেস্ট অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও তিনি সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে কাজ করবেন। যদি ওয়ানডে ক্রিকেটের কথা বলতে হয়, তাহলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি এখনও রোহিত শর্মার হাতেই রয়েছে। তবে এই ফরম্য়াটেও কিন্তু সহ অধিনায়ক হিসেবে রয়েছেন শুভমান গিল। অর্থাৎ তিনটে ফরম্য়াটেই এবার থেকে শুভমানকে অধিনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। আগেও আমরা এমন ছবি দেখতে অভ্যস্ত ছিলাম। মাঝখানে সামান্য পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছিল। এবার মনে হচ্ছে, বিসিসিআই ফের পুরনো রাস্তা ধরেই হাঁটতে শুরু করেছে।
Team India Announcement: আগরকরের সিদ্ধান্তে 'বড় চমক', কেমন হল এশিয়া কাপে ভারতীয় স্কোয়াড?
ভারতীয় ক্রিকেটে নয়া 'কিং' হওয়ার পথে শুভমান গিল
আগামী বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদব ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু, এই টুর্নামেন্টের পর পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটেও খুব তাড়াতাড়ি শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হতে পারে। আপাতত শুভমানকেই ভারতীয় ক্রিকেটে নয়া 'কিং' হিসেবে দেখা হচ্ছে। আগামীদিনে শুভমানেরই একচ্ছত্র রাজত্ব হতে পারে। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে ক্রিকেটের তিনটে ফরম্য়াটে শুভমান নেতৃত্ব দেবেন। এরপর সবকিছু তিনিই সামলাবেন। গোটা ব্যাপারটা ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের অঙ্গুলিহেলনেই যে হচ্ছে, তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। সবমিলিয়ে ভারতীয় ক্রিকেট দলে আপাতত এক নতুন যুগ শুরু হতে চলেছে।