Asia Cup 2025: বয়কটের পথে ভারত-পাকিস্তান ম্য়াচ? মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও!

Asia Cup 2025: এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

Asia Cup 2025: এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan cricket

বিসিসিআই আধিকারিকরাও বয়কট করছেন ভারত-পাকিস্তান ম্য়াচ?

India vs Pakistan: আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে মহাযুদ্ধ আয়োজন করা হয়েছে। এশিয়া কাপের (Asia Cup 2025) এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। যদিও ম্য়াচটিকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ম্য়াচ বয়কটের ডাক দিয়েছেন। এই আক্রোশের কারণ একটাই। পহেলগাঁও জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) যেভাবে নিরাপরাধ পর্যটকদের হত্য়া করা হয়েছে, তারপর পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার কোনও মানেই হয় না। এমনকী, টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও এই ম্য়াচের বিরোধিতা করেছেন। এবার পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা দেখে মনে হচ্ছে যে বেশ কয়েকজন বিসিসিআই কর্তাও এই ম্য়াচ থেকে মুখ ফিরিয়েছেন।

Advertisment

India vs Pakistan: 'বেছে বেছে মেরেছিল, সেই পাকিস্তানের সঙ্গেই কেন ক্রিকেট ম্যাচ?' ক্ষুব্ধ পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতের স্ত্রী

মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও?

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, এই হাইভোল্টেজ ম্য়াচ দেখার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোনও আধিকারিক এখনও পর্যন্ত দুবাই যাননি। যদিও আগামীকাল অর্থাৎ ১৪ তারিখ এই ম্য়াচের আয়োজন করা হবে। এমন দৃশ্য ইতিপূর্বে কখনও দেখা যায়নি যে ভারত-পাকিস্তান ম্য়াচে বিসিসিআই-এর কোনও আধিকারিক অনুপস্থিত থেকেছেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত-পাকিস্তান ম্য়াচটি দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। ওই ম্য়াচে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একাধিক আধিকারিক উপস্থিত হয়েছিলেন।

Advertisment

বিক্ষোভ জারি ভারতীয় ক্রিকেট সমর্থকদের

চলতি এশিয়া কাপে আয়োজিত ভারত বনাম পাকিস্তান ম্য়াচকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে বিক্ষোভের আগুন ক্রমশ বাড়তে শুরু করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া যে আসতে পারবেন না, তা আগে থেকেই জানা ছিল। কারণ, মহিলা বিশ্বকাপের আয়োজন নিয়ে তিনি আপাতত ব্যস্ত। এই বছর ভারত মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করছে।

Asia Cup 2025 Points Table: মেরা ভারত মহান, পাকিস্তান জিতলেও শীর্ষে সেই ভারতই!

ম্যাচ বয়কটের জন্য সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল পিটিশনও

ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কটের জন্য আইন বিভাগের ৪ ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন। যদিও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তৎকাল ভিত্তিতে এই মামলার শুনানি হবে না। অন্যদিকে, বেশ কয়েকটি রিপোর্টে আবার দাবি করা হয়েছে, এই ম্য়াচের টিকিট এখনও পর্যন্ত সম্পূর্ণ বিক্রি হয়নি। এই পরিস্থিতিতে এবার স্টেডিয়াম যথেষ্ট ফাঁকা-ফাঁকাই দেখাবে।

BCCI pahalgam terror attack India vs Pakistan Asia Cup 2025