/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-pakistan-10-2025-09-13-11-46-49.jpg)
এশিয়া কাপের পয়েন্টস টেবিলে ভারত বনাম পাকিস্তান
Asia Cup 2025 Points Table: চলতি এশিয়া কাপের প্রথম ম্য়াচে পাকিস্তান (India vs Pakistan) জয়লাভ করলেও, তাদের পারফরম্য়ান্স একেবারেই নজর কাড়তে পারেনি। নেহাত প্রতিপক্ষ দলের নাম ছিল ওমান, তাই শেষরক্ষা হয়েছে। অন্য কোনও দল হলে পাকিস্তান যে চাপে পড়ে যেত, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। ২০২৫ এশিয়া কাপের চতুর্থ ম্য়াচের পর পয়েন্ট তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। পাকিস্তান জয়লাভ করলেও, খুব একটা বেশি সুবিধা তারা অর্জন করতে পারেনি। আপাতত তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দাপট অব্যাহত।
IND vs PAK Asia Cup 2025: পাকিস্তানকে হারালেই 'কেল্লাফতে'! ইতিহাসের পাতায় নাম উঠবে সূর্যকুমারের
নেট রান রেটের বিচারে আকাশ ছুঁয়েছে টিম ইন্ডিয়া
এশিয়া কাপে এখনও পর্যন্ত যদি পয়েন্ট তালিকা নিয়ে আলোচনা করতে হয়, তাহলে এ গ্রুপে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত এখনও পর্যন্ত একটাই ম্য়াচ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলেছে। আর সেটাও একটা বড় ব্যবধানে জয়লাভ করেছে। সেকারণে ভারত তো ২ পয়েন্ট পেয়েছেই, তার উপর টিম ইন্ডিয়ার নেট রান রেট + ১০.৪৮৩ হয়ে গিয়েছে। এবার পাকিস্তানের কথায় আসা যাক। তারাও একটা ম্য়াচই খেলেছে। সেটায় তারা জয়লাভ করেছে। পাকিস্তানের কাছেও রয়েছে ২ পয়েন্ট। কিন্তু, তারপরও তারা দ্বিতীয় স্থানে রয়েছে। কারণ, নেট রান রেটে তারা ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্তমানে পাকিস্তানের নেট রান রেট +৪.৬৫০। এই গ্রুপে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি।
আফগানিস্তান এবং বাংলাদেশের ঝুলিতেও রয়েছে ২-২ পয়েন্ট
এবার গ্রুপ বি নিয়ে আলোচনা করা যাক। আফগানিস্তান এবং বাংলাদেশের কাছে ২ পয়েন্ট করে রয়েছে। দুটো দলই হংকংকে হারিয়ে নিজেদের খাতা খুলেছে। এবং ২ পয়েন্ট অর্জন করেচে। কিন্তু, আফগানিস্তানের নেট রান রেট বেশি থাকার কারণে তারা আপাতত প্রথম স্থানে রয়েছে। আফগানিস্তানের নেট রান রেট আপাতত +৪.৭০০। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের নেট রান রেট +১.০০১। এই গ্রুপে শ্রীলঙ্কাই একমাত্র দল যারা এখনও পর্যন্ত একটাও ম্য়াচ খেলেনি। শনিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে শ্রীলঙ্কা। এরপর পয়েন্ট টেবিলে ফের পরিবর্তন দেখা যেতে পারে।
১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান
এখনও পর্যন্ত ২০২৫ এশিয়া কাপ একটা নির্দিষ্ট লয়ে চলছে। কিন্তু, সকলেই আপাতত ১৪ সেপ্টেম্বরের দিকে তাকিয়ে রয়েছে। এই দিনই ভারত এবং পাকিস্তানের মধ্যে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হয়েছে। এই ম্য়াচের ভাগ্যই নির্ধারণ করবে, গ্রুপ এ থেকে কোন দল শীর্ষস্থান দখল করবে। আর দ্বিতীয় স্থানেই বা থাকবে কারা? হাতে আর খুব বেশি সময় বাকি নেই। লড়াই হাড্ডাহাড্ডি হবে না একপেশে, তা রবিবাসরীয় সন্ধ্যাতেই স্পষ্ট হয়ে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us