India vs Pakistan: 'বেছে বেছে মেরেছিল, সেই পাকিস্তানের সঙ্গেই কেন ক্রিকেট ম্যাচ?' ক্ষুব্ধ পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতের স্ত্রী

India vs Pakistan Cricket: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করেছে। আগামী রবিবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

India vs Pakistan Cricket: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করেছে। আগামী রবিবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs PAK boycott (1)

ভারত-পাক ম্য়াচ বয়কটের দাবি ঐশন্যা দ্বিবেদীর

India vs Pakistan: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করেছে। আগামী রবিবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এশিয়া কাপের আসরে (Asia Cup 2025) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ এই ম্যাচ বয়কটের দাবি ইতিমধ্যে তুলতে শুরু করেছে। কিন্তু, তা সত্ত্বেও ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে। এবার সেই কাটা ঘায়ে কার্যত নুনের ছিটে দিলেন জঙ্গি হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী। এই ম্য়াচ আয়োজনের প্রসঙ্গে তিনি কার্যত ক্ষোভে ফেটে পড়েন। ভারতীয় সমর্থকদের এই ম্য়াচ না দেখার অনুরোধও করেছেন তিনি।

Advertisment

Asia Cup 2025 Live Telecast: কখন শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন, টিভি এবং মোবাইলে দেখার সহজ উপায়

ঐশন্যা দ্বিবেদী-র মর্মস্পর্শী আবেদন

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। নিহতদের এই তালিকায় নাম রয়েছে কানপুরের শুভম দ্বিবেদীর। শুভম তাঁর স্ত্রী ঐশন্যা দ্বিবেদীকে নিয়ে পহেলগাঁও বেড়াতে গিয়েছিল। এবার শুভমের স্ত্রী ঐশন্যা এই ভারত-পাকিস্তান ম্য়াচের বিরোধিতা করে জানিয়েছেন, 'একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনারা দয়া করে এই ম্য়াচ দেখতে যাবেন না। এমনকী, টেলিভিশনেও এই ম্য়াচ দেখবেন না।'

Advertisment

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'বিসিসিআই-এর উচিত ছিল এই ভারত বনাম পাকিস্তান ম্য়াচ বয়কট করা। আমার মনে হয়, ওই ২৬ পরিবার এবং অপারেশন সিন্দুরের শহিদদের নিয়ে বিসিসিআই একেবারেই চিন্তিত নয়।'

Asia Cup 2025 Points Table: মেরা ভারত মহান, পাকিস্তান জিতলেও শীর্ষে সেই ভারতই!

ক্রিকেটারদের নিয়েও তুললেন প্রশ্ন

পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের মনোভাব নিয়েও প্রশ্ন তুলে ঐশন্যা বললেন, 'আমাদের ক্রিকেটাররাই বা কী করছেন? দু-একজন ছাড়া কেউ আর বলার সাহস পেলেন না যে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচটা বয়কট করা উচিত। ক্রিকেটারদের জাতীয়তাবাদী বলা হয়ে থাকে। বিসিসিআই তো আর ঘাড়ের উপর বন্দুক রেখে খেলার জন্য বাধ্য করতে পারে না। এই পরিস্থিতিতে ওঁদের দেশের পাশে দাঁড়ানো উচিত ছিল। এই ম্য়াচ খেলা একেবারেই ঠিক হচ্ছে না।'

pahalgam terror attack India vs Pakistan Asia Cup 2025