Asia Cup: আমিরশাহির বিরুদ্ধে স্বপ্নের পারফরম্যান্সের রহস্য কী? অবশেষে ফাঁস কুলদীপের!

Kuldeep Yadav: এশিয়া কাপে দুর্দান্ত শুরু! কুলদীপ যাদবের ৪ উইকেটে ভর করে ভারত মাত্র ৫৭ রানে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-কে গুটিয়ে দিয়েছে। ব্যাটে ঝড় তুলেছেন অভিষেক-শুভমান।

Kuldeep Yadav: এশিয়া কাপে দুর্দান্ত শুরু! কুলদীপ যাদবের ৪ উইকেটে ভর করে ভারত মাত্র ৫৭ রানে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-কে গুটিয়ে দিয়েছে। ব্যাটে ঝড় তুলেছেন অভিষেক-শুভমান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav

Kuldeep Yadav: ম্যাচের এক মুহূর্তে কুলদীপ যাদব।

Sports Kuldeep Yadav: এশিয়া কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিপক্ষে ভারতের জয় যেন ছিল একপাক্ষিক লড়াই। স্পিনের জাদুকর কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে ভারত মাত্র ৫৭ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে টুর্নামেন্টে স্বপ্নের শুরু (Dream Start) করেছে। 

Advertisment

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, 'সঠিক লেংথে আঘাত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান কী করতে চাইছে সেটা বোঝা দরকার। আমি প্রতিটি বলে ব্যাটসম্যানের পরিকল্পনার জবাব দেওয়ার চেষ্টা করেছি।' এই মনোযোগী মানসিকতা আর নিখুঁত স্পিন ভ্যারিয়েশনই সংযুক্ত আরব আমিরশাহির (UAE)-র ব্যাটসম্যানদের ঘোল খাইয়ে দিয়েছে।

প্রথমে ব্যাটিং, তারপর ধস

ম্যাচে আমিরশাহি টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটামুটি করলেও নবম ওভার পর্যন্ত পৌঁছে ৪৭ রানের পর তাদের ইনিংসে ভয়ংকর ধস নামে। তারা একে একে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়ে যায় আমিরশাহি। কুলদীপ যাদব ৭ রান দিয়ে ৪ উইকেট নেন। বাকি উইকেট ভাগাভাগি করে নেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিবম দুবে। বিশেষ করে দুবে তাঁর কেরিয়ারের সেরা বোলিং করেছেন। 

Advertisment

আরও পড়ুন- ভয়ে কাঁপছে পাকিস্তান, ভারত জিততেই ওলট-পালট এশিয়া কাপের পয়েন্ট টেবিল!

বুমরাহর ইয়র্কারেই শুরু বিপর্যয়

বুমরাহর ইয়র্কারেই শুরু হয়েছিল আমিরশাহির বিপর্যয়। তাদের ওপেনার আলিশান শারাফু কিছুটা লড়াই করেছিলেন। ১৭ বলে ২২ রান করেন তিনি, যার মধ্যে ছিল তিনটি চার ও একটি ছক্কা। কিন্তু জসপ্রিত বুমরাহর নিখুঁত ইয়র্কার তাঁর প্রতিরোধ ভেঙে দেয়। এরপর একে একে বাকিরা  ডাগআউটে ফিরে যান।

আরও পড়ুন- বরুণের মাস্টারক্লাসে 'ছাত্র' আমিরশাহী ক্রিকেটাররা, কী টিপস দিলেন ভারতের মিস্ট্রি স্পিনার?

জবাবে মাত্র ৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা ঝোড়ো ইনিংসের সূচনা করেন। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করেন আর তাঁর সঙ্গে শুভমান গিল ৯ বলে অপরাজিত ২০ রান করে ম্যাচ শেষ করেন। যার দৌলতে মাত্র ৪.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত। এই জয়ের পর ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছেছে। তার কারণও আছে। অভিষেকের সঙ্গে শুভমানের ব্যাটিং পার্টনারশিপ যেন ছিল নেট প্র্যাকটিস সেশনের মতই।

আরও পড়ুন- চুরমার কোরিয়া, আগুন পারফরম্য়ান্সে জয়জয়কার ভারতীয় হকি দলের

ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। দুবাইয়ের স্পিনার সহায়ক পিচ ভারতের পরিকল্পনাকে আরও নিখুঁতভাবে ফলপ্রসূ হতে সাহায্য করেছে। গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের বোলিং কৌশল ম্যাচে দারুণ খেটে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত টপ-লেভেল স্পিনারদের মুখোমুখি হওয়ার সুযোগ না থাকায় UAE ব্যাটসম্যানরা কুলদীপ-অক্ষর-বরুণকে সামলাতে পারেননি। উলটোদিকে লক্ষ্য ছোট হওয়ায় ভারতের ব্যাটিং ছিল চাপমুক্ত। বুমরার মত বিশ্বমানের পেসাররা শুরুতেই আমিরশাহিকে চাপে ফেলে দিয়েছিলেন। 

আরও পড়ুন- এই না হলে দেশপ্রেম! এভাবেই পাকিস্তানকে 'কড়া ওয়ার্নিং' সূর্যের

এই জয় ভারতকে এশিয়া কাপের জন্য দুর্দান্ত মঞ্চ উপহার দিলেও বড় দলগুলোর বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আসল পরীক্ষা এখনও বাকি। তবে কুলদীপ যাদবের ফর্ম ও বোলিং আক্রমণের ধার দেখে মনে হচ্ছে, ভারত এশিয়া কাপে অনেক দূর যেতে পারে।

sports Kuldeep Yadav