Asia Cup 2025: এশিয়া কাপ কি আদৌ আয়োজন করা সম্ভব হবে, তা নিয়ে ইতিমধ্যে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠক ডাকা হয়েছে। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশের (India vs Bangladesh) রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত এবং শ্রীলঙ্কা এই বৈঠকে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের আয়োজন করছে ভারত। এদিকে, আগামী অগাস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার (Indian Cricket Team)। শোনা যাচ্ছে, এই সফরটি আগামী বছর সেপ্টেম্বর মাসে স্থানান্তর করা হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি সংঘাতের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত পাকিস্তানের এক উচ্চপদস্থ আধিকারিক টেলকম এশিয়া স্পোর্টসকে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুসারেই এই বৈঠক আয়োজন করা হবে।
ঢাকায় আয়োজন করা হচ্ছে এশিয়া কাপের বৈঠক
টেলকম এশিয়া স্পোর্টসের একজন আধিকারিক জানিয়েছেন, 'আমাদের ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যাতে এশিয়া কাপে অংশগ্রহণকারী প্রত্যেকটা সদস্য দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি কোনও সদস্য ঢাকা আসতে না চান, তাহলে অনলাইনে এই বৈঠকে অংশগ্রহণ করতে পারে। কিন্তু, বৈঠক ঢাকাতেই হবে।'
Bangladesh Cricket: বাংলাদেশকে 'নাগিন ডান্স' করাল শ্রীলঙ্কা, প্রথম টি-২০'তে শিকার করল টাইগারদের
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২০-২৪ জুলাই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টি-২০ সিরিজ আয়োজন করা হবে। সেকারণে ACC-র বৈঠক ঢাকাতেই আয়োজন করা একেবারে যুক্তিসঙ্গত হবে। তার উপরে, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনও বৈঠক আয়োজন করেনি।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা
সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ভারত ২০২৫ এশিয়া কাপের আয়োজন করবে। তবে শোনা যাচ্ছে, পাকিস্তান এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে না। সেক্ষেত্রে, বিসিসিআই নাকি চুক্তি অনুসারে পাকিস্তানের ম্য়াচগুলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর করার জন্য আবেদন করতে পারে।
Asia Cup 2025: BCCI-এর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা! আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর 'ষড়যন্ত্র' পাকিস্তানের
চলতি বছরের শুরুতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেইসময় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান যেতে রাজি হয়নি। টিম ইন্ডিয়াকে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেইসময় পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ভারতীয় ক্রিকেট দলের ম্য়াচগুলো দুবাইয়ে আয়োজন করা হবে। সেকারণে ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানও তাদের ক্রিকেট দল ভারতে পাঠাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে বড় খবর, আনন্দে নাচছেন ভারতীয় সমর্থকরা
এশিয়া কাপ নিয়ে আগেও তৈরি হয়েছিল জটিলতা
এটাই প্রথমবার নয়। এর আগেই ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের কারণে এশিয়া কাপের আসর ভেস্তে গিয়েছিল। ১৯৮৬ সালে এই টুর্নামেন্ট আয়োজন ২ বছর পরই শ্রীলঙ্কার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারত এই টুর্নামেন্ট বয়কট করেছিল। এরপর ১৯৯০ সালেও ভারত আয়োজিত এশিয়া কাপে পাকিস্তান অংশগ্রহণ করেনি।
Asia Cup 2025: এশিয়া কাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? সামনে এল বড় আপডেট
২০২৩ সালে শেষবার এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট দল তাদের প্রত্যেকটা ম্য়াচ শ্রীলঙ্কায় খেলেছিল। টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো পাকিস্তানে আয়োজন করা হয়েছিল।