/indian-express-bangla/media/media_files/2025/07/02/india-vs-pakistan-hardik-pandya-2025-07-02-12-34-57.jpg)
ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করছেন সকলেই
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের দায়িত্ব এবার ভারতের হাতে। কিন্তু, এই টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ছবি পাওয়া যায়নি। ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও এখনও পর্যন্ত ২০২৫ এশিয়া কাপের সূচি প্রকাশ করতে পারেনি। তবে বেশ কয়েকটি সূত্র মারফৎ জানতে পারা গিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর মাসেই এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। এই সংক্রান্ত আরও দুটো নতুন আপডেট এবার সামনে এসেছে।
৫ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট!
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ এশিয়া কাপ শুরু হতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের আসর বসবে। আর ভারত-পাকিস্তানের মধ্যে মহাযুদ্ধ আগামী ৭ সেপ্টেম্বর আয়োজন করা হচ্ছে। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল আয়োজন করা হতে পারে। অর্থাৎ ১৭ দিন ধরে এই টুর্নামেন্ট চলবে।
অন্যদিকে, স্পোর্টস তকের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে স্পনসর এবং মিডিয়া পার্টনার সংক্রান্ত সমস্যার কারণে ২০২৫ এশিয়া কাপের সূচি এখনও পর্যন্ত জারি করা হয়নি। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ইতিমধ্যেই একটি চিঠি লিখেছেএশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, অবিলম্বে বৈঠক আয়োজন করে জুলাই মাসের প্রথম সপ্তাহেই যেন এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়। এই টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার সোনি স্পোর্টস কয়েকদিন আগেই ভারত-ইংল্যাান্ড প্রথম টেস্ট ম্য়াচ চলাকালীন ২০২৫ এশিয়া কাপের একটি প্রোমো চালিয়েছিল।
India vs Pakistan: প্রথম ম্য়াচই পাকিস্তানের বিরুদ্ধে, দেখে নিন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সূচি
টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে এশিয়া কাপ
২০২৫ এশিয়া কাপ টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে। কারণ আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হবে। সেই কথাটা মাথায় রেখেই এবারের এশিয়া কাপ ২০-২০ ওভারে খেলা হবে। ২০২৫ এশিয়া কাপে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। কারণ এই ২ ক্রিকেটার ইতিমধ্যেই টি-২০ ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করে ফেলেছেন।