India vs Pakistan Match called off Shahid Afridi furious: পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) ভারতের প্রাক্তন ক্রিকেটারদের WCL 2025-এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়ানো নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার বার্মিংহ্যামের এজবাস্টনে এই ধুন্ধুমার ম্যাচ (India vs Pakistan) হওয়ার কথা ছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করার পরে তা বাতিল করে দেন আয়োজকরা।
রিপোর্ট অনুযায়ী, প্রথমে যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান ও ইউসুফ পাঠান পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পিছনে কারণ ছিল ২২ এপ্রিল পহেলগাঁওয়ে (Pahalgam Attack) ঘটে যাওয়া জঙ্গি হামলার পর দেশজুড়ে তৈরি হওয়া জনরোষ। যদিও এই ক্রিকেটারদের পক্ষ থেকে তখন কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শিখর ধাওয়ান পরে নিজের সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার করে জানান, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই তিনি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন পচা শামূকে পা কাটল পাকিস্তান! 'লাস্ট বয়' বাংলাদেশের কাছেও T20 ম্যাচে হার ফখর জামানদের
এই পরিস্থিতিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL) ম্যাচটি বাতিল করে এবং আয়োজকরা ভারতীয় লেজেন্ডদের "অনিচ্ছাকৃত অসুবিধা" সৃষ্টি হওয়ার জন্য ক্ষমা চান।
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় শাহিদ আফ্রিদি খেলার মধ্যে রাজনীতি না টানার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং আমি সবসময় বলেছি, ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। একজন খেলোয়াড়ের উচিত দেশের ভাল প্রতিনিধি হওয়া, লজ্জার কারণ হওয়া নয়।”
পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক ভারতের শেষ মুহূর্তের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ম্যাচের আগে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন। আফ্রিদির মন্তব্য, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। যদি তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাইত, তাহলে আগেই না এসে জানানো উচিত ছিল। কিন্তু এখন যখন এসে পড়েছেন, প্র্যাকটিসও করে নিয়েছেন, তারপরে হঠাৎ সব কিছু বদলে দেওয়া ঠিক নয়।”
আরও পড়ুন এই বলিউড তারকাই 'মাস্টারমাইন্ড'! করাচ্ছিলেন ভারত-পাক ম্যাচ, বাধ্য হলেন ক্ষমা চাইতে
আফ্রিদি আরও বলেন, “খেলাধুলা মানুষকে কাছে আনে, কিন্তু যখন রাজনীতি প্রতিটি বিষয়ে ঢুকে পড়ে, তখন কীভাবে আমরা এগোব? যতক্ষণ না আমরা বসে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, কিছুই পরিবর্তন হবে না। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলার জন্য এসেছি। কিন্তু কখনও কখনও একজন খারাপ মানুষ সবকিছু নষ্ট করে দেয়।”
কিছু মিডিয়া রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ থেকে সরে দাঁড়ানোর পিছনে আসল কারণ ছিল শাহিদ আফ্রিদির উপস্থিতি। ৪৮ বছর বয়সী আফ্রিদি পহেলগাঁও হামলার পরে এক বিতর্কিত ভারত-বিরোধী মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশে চরম ক্ষোভ ছড়ায়। এই বিষয়ে আফ্রিদি বলেন, “যদি আমি জানতাম যে ম্যাচ আমার জন্য বাতিল হচ্ছে, তাহলে আমি নিজেই মাঠে যেতাম না। ক্রিকেট চলা উচিত। ক্রিকেটের কাছে শাহিদ আফ্রিদি কিছুই নয়।”
আরও পড়ুন 'ক্রিকেটের আগে দেশ...', পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের! বাতিল ম্যাচ
তিনি আরও বলেন, “খেলা আগে আসে। খেলা হিসেবে ক্রিকেট সবথেকে বড়। সেখানে রাজনীতি টেনে আনা, অথবা কোনও ভারতীয় ক্রিকেটারের বলা যে সে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না, তাহলে খেলো না, চুপ করে বসে থাকো। কিন্তু মনে রেখো, খেলাটা বড়, ক্রিকেটটা বড়, এবং সেটা শাহিদ আফ্রিদির থেকেও বড়।”