/indian-express-bangla/media/media_files/2025/09/18/asia-cup-2025-2025-09-18-18-15-20.jpg)
Asia Cup 2025: আম্পায়ারের মাথায় আঘাত।
Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫ ইতিমধ্যেই একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী হচ্ছে। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মধ্যে গ্রুপ এ ম্যাচে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা, যা ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। দুবাইতে অনুষ্ঠিত এই ম্যাচের সময় UAE-র ইনিংসের পাওয়ারপ্লের শেষ ওভারে ঘটে এই ঘটনা। বোলারের দিকে ফিরিয়ে দেওয়া একটি থ্রো সরাসরি গিয়ে লাগে মাঠে দায়িত্ব পালন করা শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়াগুরুজের বাম কানে।
পাকিস্তানের তরুণ খেলোয়াড় সায়িম আইয়ুব তখন বোলিং করছিলেন। বল ফেরানোর সময় ফিল্ডারের থ্রো আম্পায়ারের মাথার পাশে গিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ হয়ে যায়। মাঠে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সতীর্থ ক্রিকেটাররা ছুটে আসেন, এমনকী আইয়ুব নিজেই দ্রুত আম্পায়ারের টুপি খুলে তাঁকে সাহায্য করেন। দেখা যায়, ৫৭ বছর বয়সি এই আম্পায়ার ব্যথায় কানে হাত দিয়ে বসে আছেন।
আরও পড়ুন- হতাশ করলেন নীরজ-সচিন, বিশ্বচ্যাম্পিয়ন ওয়ালকট
ফিজিও প্রাথমিক চিকিৎসা দেন
পাকিস্তান দলের ফিজিও মাঠে নেমে এসে প্রাথমিক চিকিৎসা দেন এবং কনকাশন টেস্ট শুরু হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে পালিয়াগুরুজ আর মাঠে নামতে পারবেন না। তাঁর জায়গায় বাংলাদেশের রিজার্ভ আম্পায়ার গাজি সোহেল ম্যাচের দায়িত্ব নেন।
আরও পড়ুন- কিছু প্রাণীর চোখ রাতেও জ্বলে! কারণ শুনলে অবাক হয়ে যাবেন
এই ঘটনার পাশাপাশি ম্যাচে দারুণ লড়াই করেছে সংযুক্ত আরব আমিরশাহি। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে মাত্র ১৪৬ রানে তারা আটকে দেয়। আমিরশাহির পেসার জুনায়েদ সিদ্দিক ৪ উইকেট নেন মাত্র ১৮ রানে। অপরদিকে স্পিনার সিমরনজিৎ সিংও বাজিমাত করেন ৩ উইকেট নিয়ে। ঘটনার এখানেই ইতি হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়।
আরও পড়ুন- 'চূড়ান্ত অশিক্ষার পরিচয়', মহম্মদ ইউসুফকে ধুয়ে দিলেন বাংলার অনুষ্টুপ
ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুই দলের অধিনায়কদের করমর্দন করতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। এ নিয়ে পাকিস্তান ক্ষোভ প্রকাশ করেছে এবং তাঁকে সরানোর দাবি জানিয়েছে। আইসিসি প্রথমে তা নাকচ করে, তবে পরবর্তীতে পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার, কোচ এবং অধিনায়কের কাছে ক্ষমা চান। তিনি ঘটনাটিকে 'ভুল বোঝাবুঝি' বলে জানিয়েছেন।
আরও পড়ুন- সূর্য থেকে পৃথিবীতে কত তাপ পৌঁছায়, যদি সমস্ত শক্তি আসে তবে কী হতে পারে জানেন?
একদিকে মাঠে আম্পায়ারের আহত হওয়া, অন্যদিকে আইসিসি ও পিসিবির দ্বন্দ্ব—দুটিই এশিয়া কাপকে ঘিরে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। তবে ভক্তদের আশা, মাঠের লড়াই অচিরেই আবার ক্রিকেটে ফিরে আসবে এবং খেলোয়াড়রা মাঠের ভেতরের পারফরম্যান্স দিয়েই তাঁদের মন জয় করবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us