Suryakumar Yadav Abused: 'চূড়ান্ত অশিক্ষার পরিচয়', মহম্মদ ইউসুফকে ধুয়ে দিলেন বাংলার অনুষ্টুপ

Suryakumar Yadav Abused: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ একটি টেলিভিশন চ্যানেলের লাইভ শো'য়ে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে খুল্লমখুল্লা গালাগালি দেন। এই ঘটনায় গোটা ভারত আপাতত ক্ষোভে ফুটতে শুরু করেছে।

Suryakumar Yadav Abused: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ একটি টেলিভিশন চ্যানেলের লাইভ শো'য়ে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে খুল্লমখুল্লা গালাগালি দেন। এই ঘটনায় গোটা ভারত আপাতত ক্ষোভে ফুটতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Anustup Majumder Exclusive Interview

মহম্মদ ইউসুফের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন অনুষ্টুপ মজুমদার

Asia Cup 2025: গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপের আসরে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে-অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে পাকিস্তানকে ৭ উইকেটে দুরমুশ করে দেয় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে না তো টস করার সময় হাত মিলিয়েছেন, আর না ম্য়াচ শেষ হওয়ার পর। বিশাল একটি ছক্কা হাঁকিয়ে সূর্যই ম্য়াচটা শেষ করেন এবং শিবম দুবেকে সঙ্গে নিয়ে তিনি সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান। এই অপমান গোটা পাকিস্তান সহ্য করতে পারেনি। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) একটি টেলিভিশন চ্যানেলের লাইভ শো'য়ে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে খুল্লমখুল্লা গালাগালি দেন।

নিজের দেশকেই অপমান করেছেন: অনুষ্টুপ

Advertisment

এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গোটা ভারত আপাতত ক্ষোভে ফুটতে শুরু করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি দুরভাষ মারফৎ জানিয়েছেন, 'কেউ নিজের রাগ কিংবা ক্ষোভ কীভাবে ব্যক্ত করবে, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে এই ধরনের মন্তব্য করে নিজেকে এবং নিজের দেশকেই উনি অসম্মান করেছেন। কাউকে ছোট করে কিংবা কটূ কথা বলে কখনই বড় হওয়া যায় না। এটা সকলেই জানে। এত বড় মাপের একজন ক্রিকেটারের থেকে এমন মন্তব্য একেবারেই আশা করা যায় না।'

Pakistan vs UAE Controversy: এক ঘণ্টার হাইভোল্টেজ ড্রামা, ২২ গজে ফের 'বেইজ্জত' পাকিস্তান! দাবি মানল না আইসিসি

Advertisment

প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে সূর্যকুমার যাদবের নাম খারাপ করার চেষ্টা করেন মহম্মদ ইউসুফ। বারংবার তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে 'শুয়োর' বলে সম্বোধন করেন। এমনকী, অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে সঠিক নামটা মনে করানোর চেষ্টাও করেছিলেন। ভেবেছিলেন, হয়ত ভুলবশত ওই নামটা উচ্চারণ হয়ে গিয়েছে। কিন্তু, সেই অনুরোধ তোয়াক্কা করেননি ইউসুফ এবং সূর্যকে অপমানজনক ভাষায় আক্রমণ করে যান। এই ঘটনার পর অপর সঞ্চালকের মুখে ব্যাঙ্গের হাসি দেখতে পাওয়া যায়। 

India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!

'এই মন্তব্য চূড়ান্ত অশিক্ষার পরিচয় দিয়ে গেল...'

অনুষ্টুপের কথায়, 'হাত না মেলানোর ঘটনাকে কেন্দ্র করেই তো ওদের যত রাগ! ম্যাচের পর সূর্যকুমার যাদব তো সাংবাদিক বৈঠকে এসে গোটা বিষয়টা পরিষ্কার করেই দিয়েছিল। তবে এমন মন্তব্য করা একেবারেই উচিত নয়। এই মন্তব্য আসলে চূড়ান্ত অশিক্ষার পরিচয় দিয়ে গেল। এরথেকে বেশি এই ব্যাপারে আর কোনও মন্তব্য করতে চাই না। এহেন মন্তব্যের কারণে কোনও ভারতীয় ক্রিকেটারের সম্মান কমবে। বরং, সেটা আরও বেড়ে যাবে।'

India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

পাশাপাশি অনুষ্টুপ ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বললেন, 'এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। আর দুটো ম্য়াচেই অসম্ভব ভাল পারফরম্য়ান্স করেছে। ভেবেছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে হয়ত একটা হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখব। সত্যি কথা বলতে কী, পাকিস্তানের এই দলটাকে দেখে সত্যিই খুব খারাপ লাগছে। পারফরম্য়ান্স তো এদিক-ওদিক হতেই পারে। কিন্তু, ক্রিকেটারদের দক্ষতা একেবারেই নেই বললেই চলে। পাকিস্তান ক্রিকেট দলের এই পারফরম্য়ান্স দেখে আমার একেবারেই ভাল লাগেনি। ওরা একেবারেই সঠিক পথে যাচ্ছে না।'

India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের!

আরও যোগ করেন, 'আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে পাকিস্তান মানেই ফাস্ট বোলিং অ্যাটাক। কত তাবড়-তাবড় ক্রিকেটাররা এই দলের হয়ে খেলে গিয়েছেন। ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, আকিব জাভেদ এবং আরও কত নাম। সেই জায়গা থেকে আজকের পাকিস্তান দলের খেলা আর চোখে দেখা যাচ্ছে না। এটা নতুন একটা দল হলেও, দক্ষতার যথেষ্টই অভাব রয়েছে।'

Anustup Majumdar Mohammad Yousuf Suryakumar Yadav Indian Cricket Team India vs Pakistan Asia Cup 2025