Asia Cup 2025 Live Telecast: কখন শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন, টিভি এবং মোবাইলে দেখার সহজ উপায়

India vs Pakistan: চলতি এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া জয় ছাড়া আর কিছু ভাবছে না। আসুন জেনে নেওয়া যাক, ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই মহারণ কখন থেকে শুরু হবে।

India vs Pakistan: চলতি এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া জয় ছাড়া আর কিছু ভাবছে না। আসুন জেনে নেওয়া যাক, ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই মহারণ কখন থেকে শুরু হবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan

সম্মুখ সমরে এবার ভারত-পাকিস্তান

Asia Cup 2025: ক্রিকেট বিশ্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। এই দুটো দেশের মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়, তখনও মাঠে ব্যাপক উত্তেজনা দেখা যায়। দুই দেশের সমর্থকই চরম আবেগে টগবগ করে ফুটতে থাকে। চলতি এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া জয় ছাড়া আর কিছু ভাবছে না। আসুন জেনে নেওয়া যাক, ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই মহারণ কখন থেকে শুরু হবে।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে বাদ পড়বেন তারকা ক্রিকেটার? ফাঁস হয়ে গেল নোংরা রাজনীতি!

রাত ৮ টা থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ?

২০২৫ এশিয়া কাপের মঞ্চে আগামী ১৪ সেপ্টেম্বর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে ভারত এবং পাকিস্তান। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে এই খেলা শুরু হবে। ম্যাচ শুরুর ঠিক আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে টস আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব সূর্যকুমার যাদবের হাতে থাকবে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটন থাকবে সলমান আলি আগার হাতে। প্রত্যেকটা ম্য়াচই সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে।

Advertisment

Asia Cup 2025 India vs Pakistan: মাত্র ২ শব্দেই 'হুঙ্কার' শুভমানের, ঘুম উড়েছে পাকিস্তানের

প্রথম ম্য়াচেই দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ধামাকাদার জয়লাভ করে। এবার পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। ভারতীয় ক্রিকেট দলের কাছে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা এবং শুভমান গিলের মতো বিস্ফোরক ব্যাটার রয়েছে। অন্যদিকে, বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরাহের মতো 'হিরে' রয়েছে ভারতের হাতে। সঙ্গে আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্য়াচে হয়ত আর্শদীপ সিংকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে যোগ করা হতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট দলও সহজে হাল ছেড়ে দেবে না। সম্প্রতি তারা ২০২৫ ত্রি-দেশীয় সিরিজে জয়লাভ করেছে। দলের প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই পরিস্থিতিতে ম্য়াচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।

Asia Cup 2025: আমিরশাহির বিরুদ্ধে প্রথম বলে ছক্কা, ইতিহাসে ভারতের অভিষেক

২০২৫ এশিয়া কাপের জন্য দুই দলের স্কোয়াড:

২০২৫ এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

Asia Cup: আমিরশাহির বিরুদ্ধে স্বপ্নের পারফরম্যান্সের রহস্য কী? অবশেষে ফাঁস কুলদীপের!

রিজার্ভ প্লেয়ার: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল।

পাকিস্তান দল: সাহিবজাদা ফারহান, স্যাম আইয়ুব, ফখর জামান, সলমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হুসেন তালাত, খুশদিল শাহ, সলমান মির্জা, সুফিয়ান মুকিম।

Asia Cup 2025 India vs Pakistan