/indian-express-bangla/media/media_files/2025/06/16/5at04Sefsx4Rv6FVkWcu.jpg)
মহিলা ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান
Women's ODI World Cup: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে চলেছে বিসিসিআই (BCCI)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) ক্রিকেট দল অংশগ্রহণ করবে। আগামী ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারত (Indian Cricket Team) এবং শ্রীলঙ্কা একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। তবে ক্রিকেট বিশ্ব আপাতত একটাই ম্য়াচের দিকে তাকিয়ে রয়েছে। আর সেটা হল ভারত বনাম পাকিস্তান? সূত্রের খবর, এই ম্য়াচের তারিখ এবং ভেন্যু দুটোই চূড়ান্ত হয়ে গিয়েছে।
India vs Pakistan: 'আমরা ভারতীয়, ভয় পাবে তো পাকিস্তান!', ধরমশালা ছাড়ার আগে 'হুঙ্কার' সমর্থকের
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সূচি
- ৩০ সেপ্টেম্বর বনাম শ্রীলঙ্কা - বেঙ্গালুরু
- ৫ অক্টোবর বনাম পাকিস্তান - কলম্বো
- ৯ অক্টোবর বনাম দক্ষিণ আফ্রিকা - ভাইজ্য়াক
- ১২ অক্টোবর বনাম অস্ট্রেলিয়া - ভাইজ্য়াক
- ১৯ অক্টোবর বনাম ইংল্যান্ড - ইন্দোর
- ২৩ অক্টোবর বনাম নিউজিল্য়ান্ড - গুয়াহাটি
- ২৬ অক্টোবর বনাম বাংলাদেশ - বেঙ্গালুরু
প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টে রাউন্ড-রবিন পর্ব চলবে। এরপর ২৯ এবং ৩০ অক্টোবর সেমিফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে। অবশেষে ফাইনাল ম্য়াচ খেলা হবে ২ নভেম্বর।
রাউন্ড রবিন পর্বের শীর্ষ ৪ দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। প্রথম স্থানাধিকারী খেলবে চার নম্বরের সঙ্গে। আর দ্বিতীয় খেলবে তৃতীয় স্থানাধিকারীর সঙ্গে।
পাকিস্তানের বিরুদ্ধে কবে খেলতে নামবে ভারত?
এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে ভারত এবং পাকিস্তান খেলতে নামবে। এই ম্য়াচটি আগামী ৫ অক্টোবর আয়োজন করা হবে। ম্য়াচটি কলম্বোর আর প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
India vs Pakistan: 'আগে দেশের আবেগ...', এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের পথে টিম ইন্ডিয়া
উল্লেখ্য, প্রত্যেকটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে বেলা তিনটে থেকে শুরু হবে।
ভারত এবং পাকিস্তান মহিলা ক্রিকেট দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ১১ ওয়ানডে ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছে।
India vs Pakistan: ভারত-পাকিস্তান উত্তেজনার আঁচ, নেওয়া হল বড়সড় পদক্ষেপ! মাথায় হাত কানেরিয়ার
শেষবার নিউজিল্য়ান্ডের মাউন্ট মঙ্গানুই স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান বিশ্বকাপের আসরে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১০৭ রানে জয়লাভ করে।